পিয়ালী দাস, বীরভূমঃ
বিদায়বেলায় ভারাক্রান্ত বীরভূমের বিদায়ী জেলাশাসক মৌমিতা গোদারা বসু। আজ বিকেলে বীরভূমের জেলাপরিষদে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় মৌমিতা গোদারা বসু কে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং, সহ একাধিক প্রশাসনিক কর্তারা।
বক্তব্য রাখতে গিয়ে বীরভূমের সদ্য প্রাক্তন জেলা শাসক মৌমিতা গোদারা বসু বলেন , “গত আড়াই বছর ধরে বীরভূমে অত্যন্ত মনপ্রাণ দিয়ে কাজ করেছি। সমস্ত সহকারী কর্মীবৃন্দদের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। বীরভূমের যে লক্ষ্য নিয়ে জেলাশাসকের দায়িত্বভার গ্রহণ করেছিলাম অনেকটাই পূরণ করতে পেরেছি।” পাশাপাশি প্রশংসা করেন বীরভূমের সংবাদমাধ্যমের। তিনি বলেন, “বীরভূমের সংবাদমাধ্যম সর্বতোভাবে সহযোগিতা করেছে। কিছু কিছু সংবাদ হয়ত আত্মসমালোচনা মূলক হয়েছে, কিন্তু সেখান থেকে প্রশাসনিক স্তরে ভুলত্রুটি শুধরে নেবার সুযোগও থাকে।”
আরও পড়ুনঃ জলঙ্গিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক
বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ বলেন, পদমর্যাদায় তিনি জেলাশাসক বীরভূমের। কিন্তু প্রথম দিন থেকে তাদের সম্পর্কটা ছিল দাদা ও বোনের মতো। ওনার সময়কালে বীরভূমে প্রচুর উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে মানুষের জন্য। সমগ্র জেলাবাসী শুভেচ্ছা জানিয়ে বিদায় জানালো বীরভূমের কন্যা কে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584