বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সীমান্তরক্ষীদের বিরুদ্ধে

0
34

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

farmer complaint about harvest damage | newsfront.co
ক্ষুব্ধ কৃষক সমাজ। নিজস্ব চিত্র

বিষ প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ খোদ সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি মুর্শিদাবাদের সুতি থানার সাদিকপুর এলাকার। ঘটনার ফলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এলাকার কয়েক হাজার কৃষক সম্প্রদায়ের মধ্যে।

অভিযোগ, রাতের বেলায় ভুট্টা ক্ষেতে বিষ প্রয়োগ করেছে সুতি থানার চাদনিচক স্থিত ৭৮ নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। এর ফলেই পদ্মা নদী পার্শ্ববর্তী ফতেপুর,রমাকান্ত পুর,গোঠা-সহ আরও অনেক গ্রামের ভুট্টা ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার পথে।

farmer complaint about harvest damage | newsfront.co
বিএসএফ এর বিরুদ্ধে কৃষকদের আবেদনপত্র। নিজস্ব চিত্র

এলাকার কৃষকরা জানাচ্ছেন, বিএসএফ জওয়ানদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলেও তারা কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার করছে।

আরও পড়ুনঃ সাইকেল আরোহীকে বাঁচাতে দুর্ঘটনার সম্মুখীন চারচাকার যাত্রীরা

farmer | newsfront.co
অভিযোগকারী চাষী। নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গেছে, এই বছর সুতি থানার সাদিকপুর পঞ্চায়েতের পদ্মা নদী সংলগ্ন এলাকায় বন্যা হওয়ার দরুণ কৃষকরা ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। তাই তারা বন্যার পরে কিছুটা লাভের আশায় জোরকদমে ভুট্টার চাষ করেছিল। কিন্তু বিষ প্রয়োগের দরুণ সেই ভুট্টা গাছ মরে যাওয়ায় পথে বসেছে কয়েক হাজার কৃষক।

এলাকার মানুষের বক্তব্য, অবিলম্বে এই বিষয়ে কৃষকদের সঙ্গে সীমান্ত রক্ষী বাহিনীর একটা বিশেষ বৈঠক করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই সমস্যার সমাধান করা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here