সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
চলতি বছরে প্রাক বর্ষা সময় মতোন রাজ্যে প্রবেশ করেছে ঠিকিই।কিন্তু সময় মতোন বর্ষা না আসায় সঙ্কটে পড়েছে দক্ষিন সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া বহু চাষি।চলতি বছরে জুন মাসের ১০ তারিখে বৃষ্টি মেলায় আমন বিজ বপন করে চাষীরা।
তোলা ( ধান চারা গাছ) হলুদ হওয়াই রোগাক্রান্ত হয়েছে বলে দাবি চাষিদের। বৃষ্টির ভ্রুকুটিতে শ্রাবনের প্রাক্কালে জমিতে চাষ করতে সমস্যায় পরেছেন বহু চাষি।জেলার ২৯ টি ব্লকে বেশির ভাগ জায়গাতেই জমি শুকনো। আলিপুর আবহাওয়া সু্রে বৃষ্টির সম্ভবনা থাকলেও পর্যাপ্ত পরিমানে দেখা নেয় বলে দাবি ।
তার ফলে আমন চাষ থেকে সবজি চাষ সবটাতে চাষ শুরু করতে পারছেনা অনেকে । ডায়মন্ড হারবার , মগরাহাট ,উস্থি , রায়দিঘি , কুল্পি এছাড়া দক্ষিন সুন্দরবনের কাকদ্বীপ সাগরদ্বীপ নামখানা রায়দিঘি চাষে বিপর্যস্ত।
আরও পড়ুনঃ বৃষ্টির আশায় কোলা ব্যাঙের পুজো করলেন চাষিরা
যে সময় কালে মাঠে জল থাকার কথা সেখানে আজ খরখরে ভাব মাঠে।প্রকৃতির সঙ্গে বেইমানি শুরু করেছেন অনেকে।বনভূমি উজার করে চলছে অসাধুদের রাজ।তার পরে মুখ ফিরিয়েছে প্রকৃতি।দাবি শিরাকল গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আব্দুর রহিম মোল্লার।প্রকৃতির খামখেয়ালিপনা বৃষ্টির ভ্রুকুটিতে সমস্যায় আমন ধান চাষিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584