মনিরুল হক, কোচবিহারঃ
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের উদ্যোগে রাজ্য জুড়ে চলছে কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ। বৃহস্পতিবার মাথাভাঙা মহকুমার কৃষি আধিকারিকের করণে কৃষি দফতরের ব্যবস্থাপনায় মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের চেক বিতরণ করা হয়।
এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী তথা মাথাভাঙা বিধানসভার বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শীতলখুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙা মহাকুমার ডিএমডিসি সুব্রত চক্রবর্তী, মাথাভাঙা ১ ও ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, দীপ্তি রায় তরফদার, শীতলখুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মালতি পাল, স্থানীয় বিডিও সম্বল ঝা, কৃষি ও নারী কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ যথাক্রমে রেবা সরকার, কল্যাণী রায় প্রমুখ।
মাথাভাঙা মহকুমা কৃষি আধিকারিক অশোক কুমার দে জানান, ইতিমধ্যে মহকুমায় ৩১৬ জনকে মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।
আরও পড়ুনঃ সাইকেল নিয়ে দেশ ভ্রমণে অন্ধ্রের জ্যোতি রঙ্গুলা
এদিন ২৫ জনকে ২ লক্ষ টাকা করে চেক বিতরণ করা হলো। ভবিষ্যতেও আরো চেক বিতরণ করা হবে। তিনি আরো জানান, আজ শুধু চেক বিতরণ নয়, মহাকুমার বিভিন্ন এলাকার কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।
কৃষি দফতরের জেলা অধিকর্তা প্রশাসন অরুণকুমার বসু জানান, নিয়ম মেনে যারা মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের জন্য আবেদন করবেন, তাদের সমস্ত কিছু দেখে চেক বিতরণ করার ব্যবস্থা আছে। এই প্রকল্প ধারাবাহিকভাবে চলবে। আজ এই চেক বিতরণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রচুর কৃষক এবং চেক প্রাপকদের পরিবারের সদস্যদের উপস্থিতি লক্ষ করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584