শ্যামল রায়, কালনাঃ
শীতের মরশুম হলেও মেঘলা আকাশে আলু চাষে নাবিধসা রোগের আতঙ্কে ভুগছেন চাষিরা। এই সময়ে বৃষ্টি হলেই প্রবল আকার ধারণ করবে নাবিধসা। রোগ পোকার আক্রমণ রুখতে ইতিমধ্যে স্প্রে শুরু করে দিয়েছেন আলুচাষিরা।
শুক্রবার কালনা মহকুমা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে যে নাবিধসা রোগ না হলে ওষুধ স্প্রে করলে খরচ বেড়ে যাবে চাষিদের। আগেভাগেই চাষিরা আলুর রোগ হিসাবে স্প্রে করছেন এটা কিন্তু ঠিক কথা নয়। নাবিধসা রোগ শুরু হলেই এই স্প্রে দেওয়া উচিত বলে জানা গিয়েছে কৃষি দফতর সূত্রে।
তবে ম্যানকোবেজের মতো ছত্রাকনাশক প্রতিষেধক হিসেবে ব্যবহার করা গেলে কিছুটা প্রতিরোধ সম্ভব।
আলু গাছের বয়স ৪০ থেকে ৫০ দিনের মতো এখন হয়েছে। মোটামুটি ৭০ দিনের মাথায় আলু তোলা হয়। বাকি এখনও ৩০ দিন।
চাষিদের মাথা ব্যথার কারণ হচ্ছে মেঘলা আকাশ। নাবিধসা রোগ শুরু হলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন আলু চাষিরা। আলু চাষিরা জানিয়েছেন যে কয়েকদিন ধরে যেভাবে মেঘলা আকাশ হচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে তাতে আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ বালুরঘাটে শুরু ৩৩ তম ফুলমেলা উৎসব
বর্তমানে আলুর দাম অনেকটাই বেশি। নাবিধসা রোগ হলে আলুর যে ব্যাপক ক্ষতি হবে তাই আমরা অনেকেই ধার-দেনা করে আলু চাষ করেছি। অনেকে জানিয়েছেন তারা এখন থেকেই ছোট ছোট আলু তুলে বাজারে বিক্রি করছেন যেটা ভালো লক্ষণ নয়।
কালনা মহকুমার বেশ কয়েকজন কৃষি আধিকারিক জানিয়েছেন যে রোগ শুরু না হলে রোগের ওষুধ দেওয়া ঠিক নয়। এছাড়াও আবহাওয়া খারাপ থাকলে অন্য খাদ্য ব্যবহার করা উচিত নয়। অত্যাধিক রাসায়নিক স্প্রে করা ঠিক নয়। অনেকে জমিতে জল বেশি করে দিচ্ছেন যা অনেকটাই ক্ষতিকারক আলুর বৃদ্ধির ক্ষেত্রে।
আরও পড়ুনঃ কাঞ্চনপুর স্বাস্থ্যকেন্দ্রে প্রাক-প্রসূতি বিভাগ উদ্বোধন
আলু যাতে নাভিধসা রোগে আক্রান্ত না হয়, তার জন্য নজরদারি বাড়াতে হবে এবং কৃষি দফতরের সাথে যোগাযোগ রক্ষা করে যেতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584