নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কৃষি আইনের বিরুদ্ধে আজ, শুক্রবারও কৃষকদের বিক্ষোভ অব্যাহত। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ছোঁড়ে বলে জানা গিয়েছে। বিপুল সংখ্যক কৃষক দিল্লিতে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে পুলিশ কঠোর নিরাপত্তা বজায় রেখেছে।
কৃষকরা এখানে রাতারাতি ক্যাম্প করেছিল এবং শুক্রবার সকালে সেখান থেকেই স্লোগান তুলছে। পুলিশ তাঁদের ফিরে যাওয়ার আবেদন করেছিল। পাশাপাশি করোনার সুরক্ষা বিধি অনুসরণ করতেও বলেছিল। কিন্তু কৃষকরা তাঁদের সিদ্ধান্তে অনড়।
আরও পড়ুনঃ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ সিডনি ক্রিকেট মাঠে
কৃষকরা জানিয়েছেন, যাই ঘটুক কেন আমরা দিল্লিতে যাব। সরকার আমাদের কথা শুনছে না এবং আমরা দিল্লির রামলীলা মাঠে থামব। বিক্ষোভকারীদের ঠেকাতে দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নজরদারির অংশ হিসেবে দিল্লি-হরিয়ানা সীমান্তে মোতায়েন করা হয়েছে ড্রোন ক্যামেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584