নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
কৃষিজমিতে মাছের ভেড়ি করা নিয়ে এবার অসাধু চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন কৃষকরা।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সাগরবাড় অঞ্চলের নহলা গ্রামের দু ফসলের কৃষিজমিতে মাছের ভেড়ি করার জন্য ভোররাতে হানা দেয় কিছু দালাল।
তারা জমি দখল করার চেষ্টা করে। কিন্তু রুখে দাঁড়ায় কৃষকরা। কৃষিজমি দখলের অভিযোগ করেন কৃষকরা। তাদের অভিযোগ, দালালের মারফত কৃষিজমি ভেড়ির মালিকের হাতে চলে যাচ্ছে। দু ফসলের জমি কিছু অসাধু ব্যক্তি টাকার লোভে ভেরি তৈরি করে দিচ্ছে।
কোলাঘাট ব্লকের কৃষক সংগ্রাম কমিটির উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়েক যানান, ‘কোলাঘাট ব্লকের সাগরবাড় অঞ্চলের নহলা মৌজায় রাতের অন্ধকারে মাছের ভেরি তৈরি করার জন্য মাটি খনন করার জন্য জেসিবি মেশিন আনা হয়। এরপর চাষীরা বাধা দেয়।
আরও পড়ুনঃ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গো – পালকদের
বাধার মুখে পড়ে ভেরি মালিক পিছু হটেছে।’ কিন্তু চাষীদের অজান্তে কী করে মাছের ভেড়ি করার জন্য খনন কাজ শুরু হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে যদিও ভেড়ির মালিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাগরবাড় অঞ্চলের প্রধান চম্পা রানী ভৌমিক জানান, ‘নহলা মৌজার দুই ফসলের কৃষিপণ্য জমিতে মাছের ভেড়ি তৈরি করার জন্য কোন অনুমতি নেওয়া হয়নি। অবৈধভাবে মাছের ভেড়ি তৈরি করেছিল ওরা ।
ওই গ্রামের কৃষকরা জমি দিতে অনিচ্ছুক। যাতে মাছের ভেড়ি না হয় তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’
আরও পড়ুনঃ মারুতি – লরির সংঘর্ষে আহত এক
এই বিষয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েননি। কোলাঘাট বিজেপি নেতা বিবেক চক্রবর্তী জানান, ‘২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তাদের মূল দাবি ছিল কৃষি জমি বাঁচানোর।
যার উদাহরণ স্বরূপ নন্দীগ্রাম ও সিঙ্গুর। আর ক্ষমতায় আসার পর তাদের দলের নেতারা কিছু মুনাফার জন্য কৃষিজমি দালালের মারফত মাছের ভেড়ি মালিকের হাতে তুলে দিচ্ছে। এদের চরিত্র এমনই।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584