আইপিএলের ভাগ্য নির্ধারন হবে আজ

0
57

প্রীতম সরকার, স্পোর্টস ডেস্কঃ

করোনা ভাইরাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন অবস্থায় অলিম্পিক, উইম্বলডনের মতো প্রতিযোগিতা স্থগিত হয়ে গিয়েছে এক বছরের জন্য। আর বারবার আলোচনায় এসেছে আইপিএল। ১৩তম আইপিএল কী আদৌ আয়োজন সম্ভব? হলে কবে ও কীভাবে? কারোর কাছে সঠিক ও স্পষ্ট জবাব নেই।

IPL | newsfront.co

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড মরিয়া আপাতত স্থগিত করে অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজনের ব্যাপারে। কিন্তু সেখানেও রয়েছে বিস্তর বাধা-বিপত্তি। শেষপর্যন্ত যাই হোক না কেন, ১৪ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকা ১৩ তম আইপিএল নিয়ে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বার্তা দেওয়া হতে পারে বলে খবর।

যদিও সেই বার্তার মধ্যে আইপিএল আযোজন নিয়ে ইতিবাচক কিছু থাকার সম্ভাবনা প্রায় নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক না হলে আইপিএল আয়োজনের কোনও সম্ভাবনাই নেই। বোর্ড এ ব্যাপারে কী ভাবছে, সমবার তা জানা যাবে।

সূত্রের খবর, ৩০ এপ্রিল পর্যন্ত গোটা দেশেই লকডাউনের কথা বোর্ডেরও অজানা নয়। এমন অবস্থায় আজ হয়তো আইপিএল স্থগিত থাকার মেয়াদ বাড়ানো হতে পারে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভিডিও কনফারেন্সে সচিব জয় শা সহ বাকি শীর্ষ কর্তাদের সঙ্গে আইপিএল নিয়ে আলোচনায় বসবেন আজ।

তারপরই ত্রয়োদশ আইপিএলের ভাগ্য চূড়ান্ত হতে পারে। অবশ্য বিসিসিআই সভাপতি আইপিএল নিয়ে কোনও আশার কথা শোনাতে পারেননি। তবে বোর্ডের ভেতরের কবর, লকডাউনের মাধ্যমে বর্তমানে গোটা দুনিয়ার যা অবস্থা, তার মধ্যে আইপিএল আয়োজন কার্যত অসম্ভব।

দুনিয়াজুড়ে জনজীবন স্তব্ধ। পৃথিবী থমকে গিয়েছে। এমন অবস্থায় আইপিএল কেন, কোনও খেলাই সম্ভব নয়। তাছাড়া করোনা থেকে মুক্তির জন্য সরকারি নির্দেশ মেনে এখন সবাই বাড়িতে। তার মধ্যে আর যাই হোক না কেন, ক্রিকেট সম্ভব নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here