হরষিত সিংহ,মালদাঃ নির্বাচনে কাজ করার অপরাধে তৃণমূল কর্মীর পরিবারের ওপর হামলার অভিযোগ ওঠে।হাসুয়ার কোপে আক্রান্ত তৃণমূল কর্মী বাবা ও মেয়ে। অভিযুক্ত এলাকার বিজেপি প্রার্থী ও তার দলবলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার সাগড়দিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
আক্রান্ত তৃণমূল কর্মীর নাম বিমল মন্ডল ও আক্রান্ত মেয়ের নাম ডলি মন্ডল।সাগড়দিঘি অঞ্চলের ১৬২ নম্বর বুথের বিজেপি প্রার্থী দ্বিজেন মন্ডল সহ তার দলবল এলাকারই তৃণমূল কর্মী বিমল মন্ডলের বাড়িতে মঙ্গলবার রাতে ঢুকে পড়ে বলে অভিযোগ।ওই পরিবারকে হুমকি দেওয়ার সাথেই পরিবারের করতে বিমল মন্ডলের পিঠে হাসুয়ার কোপ চালায়।মেয়ে দলই বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তার ওপর হাসুয়া চালানো হয়।আঘাত লাগে হাতে।
সাথে মারধর করা হয় পরিবারের ৬ সদস্যকে বলে অভিযোগ।তারপরই আক্রান্ত মা ও মেয়েকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূল কর্মী।ঘটনায় অভিযুক্ত বিজেপি প্রার্থী দ্বিজেন মন্ডল সহ তার দলবলের মত ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584