সন্তানের অত্যাচারে অতিষ্ঠ জন্মদাতা মধ্যরাতে পায়ে হেঁটে পুলিশের দ্বারস্থ

0
75

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

৯২ বছরের বৃদ্ধ, ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে দশ কিলোমিটার পায়ে হেঁটে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার দ্বারস্থ হলেন। রবিবার রাত্রি নাগাদ বাড়িতে রুটি আর সুজি খেতে বসেছিলেন জিতেন দেবনাথ ও তার স্ত্রী আলো দেবনাথ।

helpless parents | newsfront.co
চোখে জল, অসহায় দৃষ্টি আক্রান্ত পিতামাতার। নিজস্ব চিত্র

কিন্তু সেজো ছেলে গোরা দেবনাথ ও তার স্ত্রী সম্পত্তি লিখে দেওয়ার দাবি তুলে বৃদ্ধ বাবা মাকে মারধর করে খাওয়ার থালা ছুঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ। ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে রাত্রি ন’টায় পায়ে হেঁটে মুকুন্দপুর থেকে কাঁথি চলে আসে পায়ে হেঁটে।

tortured by son | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রয়াত শিক্ষক নেতা অপরেশ ভট্টাচার্যের স্মরণসভা

রাত্রি হয়ে যাওয়ায় রাস্তায় একটিও যান ছিলনা। ফলে পায়ে হেঁটেই দম্পতি চলে আসে কাঁথি থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ জানতে। রাত্রি ১২টায় কাঁথি থানায় এসে পৌঁছায় বৃদ্ধ দম্পতি।

কাঁথি থানার পুলিশ অভিযোগ নেওয়ার পর, পুলিশ গাড়িতে করেই বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে বাড়ি যেতে রাজি হয় বৃদ্ধ দম্পতি।

জিতেন বাবু প্রতিমাসে রাজ্য সরকারের দেওয়া হাজার টাকা ভাতা পান। তাই দিয়েই দম্পতির সংসার চলে। অন্যান্য ছেলেরা থাকলেও তারা কর্মসূত্রে বাইরে থাকেন । আর সেজো ছেলে খেতে না দিয়ে অত্যাচার চালাতে থাকে বলে অভিযোগ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here