মেয়েকে ডাক্তার হিসাবে গড়ে তুলতে আফগানিস্তানে নিরক্ষর বাবার লড়াই ভাইরাল

0
60

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

father wants his daughter to be a doctor | newsfront.co
মিয়াঁ খান ও মেয়ে। চিত্র সৌজন্য: টুইটার

ছোটো থাকতে আমরা অনেকেই হয়তো আমাদের বাবাদের মর্ম বুঝি না। বুঝি না, কিভাবে প্রতিটা মুহূর্তে তাঁরা আমাদের জীবনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অবদান রেখে যান। অনেক সময় হয়তো আমাদের জীবনে তাঁদের অপরিসীম উপস্থিতি মাথায় রেখে কৃতজ্ঞতা স্বীকার করি না, কিন্তু তাঁরা থেকে যান সব সময়েই।

সম্প্রতি সইফ আলি নামে এক টুইটার উপভোক্তা একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টে এক পাস্তো বাবা ও তাঁর মেয়ের ছবি দিয়ে তিনি জানান, প্রতিদিন ১২ কিমি বাইক চালিয়ে এই বাবা তাঁর মেয়েকে স্কুলে দিয়ে আসেন।

আরও পড়ুনঃ গ্রাহকদের টাকা তছরুপের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে

শুধু তাই নয়, স্কুল চলাকালীন ৪ ঘণ্টা অপেক্ষা করে মেয়েকে আবার বাইকে করে ফেরত নিয়ে আসেন। মেয়ের প্রতি বাবার যে এই ভালোবাসা এবং পরিশ্রম, তা দেখে নেটিজেনরা আপ্লুত হয়েছেন। নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে পোস্টটি।

অনেকেই বলছেন, এরকম বাবা থাকলে সেখানে সবসময় আশা আছে। বাবা, মিয়া খানের এই বিশাল অবদানকে মাথায় রেখে নেটিজেনরা দেখছে আশার আলো। নিজে নিরক্ষর কিন্তু সমস্ত বাধা পেরিয়ে মেয়েকে ডাক্তারি পড়াচ্ছেন তিনি–এই বিষয়টি অনেককেই অনুপ্রাণিত করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here