হিমঘরের পাইপ লিক, ঝাঁঝালো গ্যাসে আতঙ্ক এলাকায়

0
64

সুদীপ পাল,বর্ধমানঃ

বর্ধমানের দু নম্বর জাতীয় সড়কের পাশে মীরছোবার কাছে একটি হিমঘরের পাইপ থেকে ঝাঁঝালো গ্যাস বের হতে থাকায় আতঙ্ক ছড়ালো এলাকাজুড়ে। হিমঘরের অ্যামোনিয়া গ্যাসের পাইপ লাইনে লিক হলে তীব্র ঝাঁঝালো গন্ধ স্থানীয়দের নাকে আসে। স্থানীয় কয়েকজন অসুস্থ বোধ করেন তাঁদের শ্বাসকষ্ট দেখা দেয়। এছাড়া অনেকেরই চোখ মুখ জ্বলছিল বলে জানান।

নিজস্ব চিত্র

স্থানীয়রা অভিযোগ করে বলেন, হিমঘর কর্তৃপক্ষকে বিষয়টি নজর দেওয়ার জন্য বারবার বলা হলেও তাঁরা তাতে নজর দেননি। পরবর্তী ক্ষেত্রে যখন গ্যাসের তীব্রতা বাড়ে তখন হিমঘরে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। পাইপ লাইন মেরামত করে বন্ধ করা হয় গ্যাস বের হওয়া। জানা যায়, যেখান থেকে হিমঘরের গ্যাস সরবরাহ হয় সেটি লিক হয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here