শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
দক্ষিন দিনাজপুর জেলায় কদিন ধরে লাগাতার বৃষ্টিতে জেলার বেশ কয়েকটি ব্লকের মানুষ ক্ষতিগ্রস্ত।বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুরের আত্রেয়ী, টাঙ্গন,পুনর্ভবা নদী ফুলে ফেঁপে জল ঢুকে পড়ছে বাড়িতে। গৃহহীন হয়েছে প্রায় হাজার খানেক মানুষ।
বালুরঘাটের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের বেলাইন গ্রামে আজ সকাল থেকে আত্রেয়ীর জল ঢুকতে শুরু করেছে।
জলমগ্ন হয়েছে বেলাইন গ্রাম একশোটি পরিবার ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে বালুরঘাট রেল স্টেশনে।এখনও বেশ কিছু মানুষ গ্রামের রয়েছেন তারাও ধীরে ধীরে আশ্রয়ের খোঁজে বেরিয়ে যাচ্ছেন গ্রাম থেকে।
নতুন করে বৃষ্টি না হলেও আত্রেয়ীর জল কিন্তু সকাল থেকে আবার বাড়তে শুরু করেছে।২০১৭ সালের বন্যার ভয়ঙ্কর অভিজ্ঞতাকে সম্বল করেই মানুষ আগে থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে দক্ষিণ দিনাজপুরের আত্রেয়ী নদীর পর এবার পুনর্ভবা নদীও ফুলেফেঁপে উঠেছে।
আরও পড়ুনঃ আগুনে ভস্মীভূত বাসগৃহ
গতকাল রাত্রি থাকে হুহু করে জল বাড়ছে। গঙ্গারামপুর ব্লকের ২ ও ১ নং বেলবাড়ি গ্রামপঞ্চায়েতের পালপাড়া এলাকার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। প্রায় ১২টি বাড়ি জলের তলায়।
জল বাড়তে পারে আরও তাই ভয়ে আতঙ্কে রয়েছে এই গ্রামের মানুষেরা।একই সাথে বেলবাড়ি গ্রামপঞ্চায়েতেরি ফটকপাড়া ও মহিনীপাড়ার মাঝখানের বাঁধে ফাটল লক্ষকরা গেছে। ফাটল ধরার পরপরই সাধারণ মানুষের চোখে পড়ে তারপর এই খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতের প্রধানকে।সাধারণ মানুষ ও গঙ্গারামপুর ব্লকের থেকে বাঁধ সারাইয়ের কাজ শুরু করেছে।বাঁধে ফাটলের খবর শুনে বেলবাড়ি গ্রামপঞ্চায়েতে প্রধান ঝর্ণা কর্মকার উপস্থিত হন। এলাকার মানুষের সাথের কথা বলেন ও সবরকম সাহায্যের আশ্বাস দেন।
বৃষ্টির জল বেরোবার রাস্তা না পেয়ে রাস্তা থেকে শুরু করে মানুষের বাড়িতেও জলে প্লাবিত হয়ে গেছে।
ফলে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামের দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত শিবপুর মিলপাড়া গ্রামে।গ্রামের লোকেদের বক্তব্য, ৮৯ সাল থেকে গ্রামের এই বেহাল অবস্থা বেশ কয়েকটি বাড়ি এই বৃষ্টির জলে প্লাবিত হয়ে আছে। পায়খানা বাথরুম থেকে শুরু করে এমনকি গ্রামের প্রধান রাস্তাও বৃষ্টির জলে প্লাবিত হয়ে আছে। বৃষ্টির জল বের না হওয়ার কারণে এমন অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে গ্রামের বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত ৬ নং ওয়ার্ড শুধুই নয় রয়েছে পুরসভার বেশ কিছু ওয়ার্ডের এই বেহাল দশা যেখানে বৃষ্টির জল আটকা পড়ে বসতবাড়ি থেকে শুরু করে রাস্তা ও প্লাবিত হয়ে আছে।
তবে এ ব্যাপারে বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন, অবিলম্বে জল নিকাশির ব্যাবস্থা করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584