বেলদা থানা এলাকায় বানর আতঙ্ক

0
72

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বছর খানেক পরেও নতুন করে বানরের আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দাতে। বানরের কামড়ে অসুস্থ বেশ কয়েকজন।আহতরা ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ,এগরা মহকুমা হাসপাতাল সহ বেশ কয়েক জায়গায়।প্রসঙ্গত প্রায় এক বছর আগে লেজ কাটা এক বানরের কামড়ে আহত হয়েছিল বেশ কয়েকজন।বাইরে থেকে শুটার এনে তাড়ানো ব্যবস্থা করা হয় তাকে।তার রেশ কাটতে না কাটতে আবার বেশ কয়েকদিন ধরে কয়েকটি বানরের আতঙ্ক দেখা যায় বেলদা বনাঞ্চলের অধিন খাকুড়দা,ধনেশ্বরপুর সহ বেশ কয়েকটি জায়গায়।বাড়ি থেকে বেরোলে কিংবা স্কুল যাওয়ার পথে হঠাৎ-ই আক্রমণ চালায় বানরেরা।স্কুল ছাত্রছাত্রী থেকে বৃদ্ধরা আক্রান্ত হয়।

বানরের আক্রমনে আহত চিকিৎসাধীন।নিজস্ব চিত্র

বছর খানেক আগে লেজ কাটা বানরের আক্রমণে আহত হয়েছিল বেশ কয়েকজন।তারপর বেলদা বনদপ্তর ঘেরাও করে উত্তেজিত জনতা,এমনকি আধিকারিককে হেনস্থা করারও অভিযোগ ওঠে।তার এক বছর গড়াতে না গড়াতে আবার বানরেরা আক্রমণে ভীত এলাকাবাসী।এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ চোর সন্দেহে আটক তিন যুবককে গণপিটুনি বিক্ষুব্ধ এলাকাবাসীর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here