অজানা পোকার কামড়, স্ক্রাব টাইফাসের আতঙ্ক

0
121

মোহনা বিশ্বাস, হুগলীঃ

অজানা পোকার কামড়ে ফের স্ক্রাব টাইফাসের আতঙ্ক ছড়াল হুগলীতে। নাভিতে অজানা একটি পোকার কামড়ে আতঙ্কে আছেন তন্ময় সিমলাই। ডানকুনি নন্দনকাননের বাসিন্দা। গত মঙ্গলবার স্নান করতে গেলে তন্ময় বাবু বুঝতে পারেন তার নাভিতে কিছু একটা কামড়েছে। তৎক্ষণাৎ তিনি তাঁর বোনকে দেখতে বলেন। পিয়ালী দেবী দাদার নাভি থেকে একটা ছোট্টো পোকা বের করেন। এরপর পোকাটিকে না মেরে একটি কনটেনারে ভরে রাখেন।

Grubber insect |front. com
দংশনকারী পোকা। নিজস্ব চিত্র

পোকাটিকে দেখে তন্ময় বাবু মনে করেছিলেন যে, ওই পোকাটি থেকে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হতে পারেন তিনি। এই ঘটনার পর প্রথমে স্থানীয় হাসপাতালে যান তন্ময় বাবু। সেখানকার চিকিৎসকরা জানান পোকাটি থেকে স্ক্রাব টাইফাস হতে পারে। পোকাটি ওইধরণেরই। প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতাল কলকাতা মেডিকেল  কলেজে রেফার করেন তাকে। কলকাতায় গেলে তন্ময় বাবু-কে ঠিক কোন পোকা কামড়েছে বা এর কি লক্ষণ তা বুঝতে না পেরে অন্য হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

injure Tanmay shimlai |front. com
আক্রান্ত তন্ময় সিমলাই। নিজস্ব চিত্র

বাড়ি ফিরে স্থানীয় এক চিকিৎসক তমাল হাজরা-র কাছে যান তন্ময় বাবু। পোকাটিকে দেখে ওই চিকিৎসকও বলেন যে, পোকাটি স্ক্রাব টাইফাসের জীবাণু বহন করে। তবে এখনও পর্যন্ত তন্ময় বাবু-র জ্বর হয়নি। জ্বর হলে, ফুসকুড়ি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন ওই চিকিৎসক। এখন গোটা রাজ্যেই ছড়িয়ে পরেছে স্ক্রাব টাইফাস।

আরও পড়ুনঃ বিরল সম্মান, প্রথম জীবিত ক্রীড়া ব্যক্তিত্ব ফেডেরারের ছবি সুইস কয়েনে

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী বলেন, হুগলী জেলায় এখনো পর্যন্ত প্রায় চল্লিশ জন আক্রান্ত হয়েছে। তারা প্রত্যেকেই সুস্থ আছেন। তাই এতে ভয়ের কারণ নেই। সঠিক চিকিৎসা হলে তন্ময় বাবু অবশ্যই সুস্থ হয়ে যাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here