হঠাৎ বিস্ফোরণে আতঙ্ক এলাকাজুড়ে

0
58

সুদীপ পাল,বর্ধমানঃ

কাঁকসার বনকাটি পঞ্চায়েতের শ্যামবাজার কলোনিতে অন্য দিনের মতই শুরু হয়েছিল সকাল কিন্তু আচমকাই নীল আকাশের রঙ পাল্টে তা হয়ে গেল কালো। বোমার বিস্ফোরণে কেঁপে উঠলো শ্যামবাজার। সৌজন্যে একটি বাড়ি। ইলামবাজার থানার দেবিপুরের সোনা বিশ্বাস কিছুদিন আগে বাড়িটি কিনেছিলেন। যদিও বাড়িটির দেখভাল করতেন স্থানীয় তৃনমুল নেতা অমর মন্ডল। কিন্তু এই বাড়ি থেকে ভয়াবহ বিস্ফোরণ হতেই এলাকাবাসী লিখিত অভিযোগ জানিয়েছ অমর মন্ডলের বিরুদ্ধে।

নিজস্ব চিত্র

আজ সকালে বাড়িতে বোমা বিস্ফোরনের পর থেকেই অমর মন্ডল পলাতক। বাসিন্দাদের অভিযোগ এই বাড়িটিতে বোমা বাঁধার কাজ চলত দির্ঘদিন ধরে। সেই বোমা মজুত করে এখান থেকেই বিভিন্ন মাফিয়া গোষ্ঠীর কাছে বিক্রি করা হতো। যদিও তৃণমূল নেতা যুক্ত কিনা এবিষয়ে পশ্চিম বর্ধমান জেলা শিল্পাঞ্চল সভাপতি ভি শিবদাসন বলেন, বাড়িটি কোন তৃনমুল কর্মী বা নেতার নয় এবং বাড়িটিতে বোমা বিস্ফোরন কেন হল তা তদন্ত করে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

নিজস্ব চিত্র

যদিও গ্রামবাসীরা অমর মন্ডলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। ডিসিপি (পূর্ব)অভিষেক মোদী বলেন তদন্ত চলছে বলে জানান। এলাকার পরিবেশ এখন সম্পূর্ণ থমথমে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here