কলাকুশলী এবং শিল্পীদের আত্মমর্যাদা, ভবিষ্যতকে প্রশ্নের মুখে ফেলেছে তথাকথিত ‘শ্যুট ফ্রম হোম’, বিজ্ঞপ্তি পেশ ফেডারেশনের

0
168

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ফেডারেশনের যুক্তি মেনে নিয়ে বুধবার অর্থাৎ ১৬ জুন থেকে শুরু হতে চলেছে টলিপাড়ায় শুটিং। ৫০ শতাংশ লোক নিয়ে কাজ চালাতে হবে। সকলের টিকা নেওয়া আবশ্যক। ফলত অভিনেতা অভিনেত্রীরা তাতে খুশি হবেন তা বলাই বাহুল্য। অনেকদিন পর ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততায় ফিরতে মরিয়া অভিনেতারা৷ একইসঙ্গে কাজে ফিরবেন কলাকুশলীরা।

Fedaration | newsfront.co
ছবি সৌজন্যেঃ ফেডারেশনের ফেসবুক পেজ

পরিচালক অয়ন সেনগুপ্ত জানান- “শুটিং শুরু হচ্ছে বলে এখনই আনন্দিত হতে পারছি না। অনেক ইফস অ্যান্ড বাটস আছে এর মধ্যে। ফেডারেশন এবং প্রোডিউসার্স গিল্ডের মধ্যে যে সমস্যা চলছে তা অবিলম্বে না মিটলে কাজ করে আনন্দ পাব কী করে? এটা একটা টিম ওয়ার্ক। সবথেকে বড় কথা হল, যানবাহন চলবে না৷ সব আর্টিস্টের গাড়ি নেই। তারা প্রোডাকশন থেকে গাড়িও পায় না। টেকনিশয়ানদেরও গাড়ি নেই। ফলে, কতজন এসে পৌঁছতে পারবে সেটাও প্রশ্ন। অনেকে অনেক দূর দূর থেকে আসে। তারা কী করে আসবে কে জানে। দেখা যাক কী হয়।”

‘শ্যুট ফ্রম হোম’- এর নামে কী ভাবে কলাকুশলী ও শিল্পীদের ভবিষ্যতকে প্রশ্নচিহ্নের মুখে ফেলা হচ্ছে, তা সবাইকে জানাতে ১৪ই জুন, ২০২১ সভাপতি শ্রী স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ফেডারেশন। সেখানে সঙ্গত নানা প্রশ্ন উত্থাপন করে সেগুলির বিষয়ে ১৫ই জু্ন, ২০২১-এর মধ্যে প্রযোজক সংস্থা WATP –র কাছ থেকে শ্বেতপত্র দাবী করেন ফেডারেশনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ ইমনের যোগাসনরত ছবিতে অশ্লীল ইঙ্গিত, কলকাতা পুলিশকে ট্যাগ করলেন গায়িকা

সাংবাদিক সম্মেলনে শ্রী স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে ফেডারেশনের (FCTWEI) তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি পেশ করা হয়। এক ঝলকে দেখে নিন কী লেখা আছে বিজ্ঞপ্তিতে।

Fedaration press release | newsfront.co
প্রেস বিজ্ঞপ্তি
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here