রাসযাত্রা ঘিরে নবদ্বীপে উৎসবের উদ্দীপনার সূচনা আজ থেকে

0
239

শ্যামল রায়,নবদ্বীপঃ

রাস উৎসবের সূচনা ঘিরে আজ সকাল থেকেই উদ্দীপনা নবদ্বীপে।বেলা বাড়তেই ভিড় বাড়ছে দর্শনার্থীদের।আজ সকালেই বিভিন্ন পূজামণ্ডপ থেকে বের হয়েছে শোভাযাত্রা।প্রশাসনও তৎপর নবদ্বীপের এই ঐতিহ্যবাহী উৎসবকে সুষ্ঠু ভাবে সমাধা করতে।

নিজস্ব চিত্র

তাই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমগ্র নবদ্বীপ।নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল জানিয়ে যে, নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসব যাতে শান্তিতে সম্পূর্ণ হয় তার জন্য সমস্ত রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে।একই সাথে তিনি, আইন মেনে উৎসবের আনন্দ উপভোগ করার আবেদন রেখেছেন নবদ্বীপবাসীর কাছে।

নবদ্বীপ শহরের রাস যাত্রার এই উৎসব ঘিরে নানা কথা লোকমুখে প্রচলিত।তবে নবদ্বীপ শহরের রাস বৈষ্ণব এবং শক্তি ধারার মিলনক্ষেত্র রূপে পরিগণিত।একদিকে রাধা-কৃষ্ণের রাসযাত্রা অন্যদিকে শক্তি আরাধনার রাস যাত্রা এই সংমিশ্রণের রাস যাত্রা দেখতে প্রতিবছর লক্ষাধিক মানুষের ভিড় হয় শহরে।কথিত আছে যে,নবদ্বীপের বৈষ্ণবদের প্রিয় রাস বহু প্রাচীন এক উৎসব হলেও মহারাজ কৃষ্ণচন্দ্রের উৎসাহে বৈষ্ণবীয় ধারা থেকে স্বতন্ত্র এক রাস নবদ্বীপে শুরু হয়েছিল ১৭৫২ থেকে ১৭৫৬ সালের মধ্যবর্তী কোন এক সময়ে।সেই রাস যাত্রার ঐতিহ্য আজও বহমান।বৃহস্পতিবার রাতে নবদ্বীপে শক্তি আরাধনার মধ্যে দিয়ে রাসের সূচনা হবে।জানা গিয়েছে যে, বৃহস্পতিবার রাতে শহরে ষাটটি কালী পুজো অনুষ্ঠিত হবে।
একদিকে কৃষ্ণের রাস অন্যদিকে শক্তি আরাধনার সংমিশ্রণেই দর্শনার্থীদের মূল আকর্ষণ।

বর্তমানে থিম পুজোর ধারা এসে পড়েছে রাস যাত্রাতেও।নবদ্বীপের পাশাপাশি,শহর সংলগ্ন বাবলারি শ্রীরামপুর গ্রামেও রাস যাত্রা অনুষ্ঠিত হয়। শ্রীরামপুরের রাস যাত্রার অন্যতম উদ্যোক্তা নবকুমার কর জানিয়েছেন যে,তাদের এলাকায় কমপক্ষে চল্লিশটি রাস অনুষ্ঠিত হয়।এছাড়াও বিদ্যানগরে রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগেও রাসযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।বিশিষ্ট সমাজসেবী বিভাস বিশ্বাস জানিয়েছেন যে রাস যাত্রা উপলক্ষ্যে প্রসাদ বিতরণ এবং নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও হয়।

নিজস্ব চিত্র

নবদ্বীপের রাস যাত্রায় উল্লেখযোগ্য প্রতিমার মধ্যে রয়েছে গৌরাঙ্গিনী ভদ্রা কালী পুরানো মন্দির,সরকার পাড়ার গঙ্গা মাতা নবদ্বীপ রেল স্টেশন সংলগ্ন বিবেকানন্দ কলোনির নটরাজ মূর্তি কমলাকামিনী শিব পার্বতী গণেশ জননী হরগৌরী অন্নপূর্ণা মাতা বজরঙ্গ কালী শ্রী রাম সীতা নিত্য কালী শিব তারা মাতা লক্ষীনারায়ন গঙ্গা কৃষ্ণ কালী প্রভৃতি উল্লেখযোগ্য পুজো অনুষ্ঠিত হয় শহরে।

নবদ্বীপ পৌরসভা তরফ থেকেও বিভিন্ন জায়গায় দর্শনার্থীদের সাহায্যের জন্য শিবির খুলে প্রচার অভিযান শুরু করেছে।পৌরপতি বিমানকৃষ্ণ সাহা জানিয়েছেন যে, আমাদের পৌরসভার জনস্বাস্থ্য বিভাগের তরফ থেকে দর্শনার্থীদের সাহায্যার্থে ক্যাম্প করা হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখা পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং নিরাপত্তার দিকে আমাদের পুলিশ প্রশাসন সজাগ তেমনি আমাদের কর্মীরাও নজর রেখেছে বিভিন্ন এলাকায় এলাকায়।

রাসযাত্রা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে সেফ ড্রাইভ সেভ লাইফ এবং নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ল বৃহস্পতিবার থেকেই। বিবেকানন্দ কলোনির মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপুজোর সূচনা করেছেন সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং গঙ্গা মাতার উদ্বোধন করেছেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা।
এছাড়াও শহরের মুক্তি সূর্য ক্লাব এবং আমবাগানের ক্লাবগুলো রাস উৎসব উপলক্ষে নানান ধরনের কর্মকাণ্ড হাতে নিয়েছে।
শনিবার বের হবে কার্নিভাল।চক্রাকার গাড়ির মাধ্যমে প্রতিমা শোভাযাত্রায় অংশগ্রহণ করবে।নবদ্বীপের রাসের সবথেকে উল্লেখযোগ্য শোভাযাত্রা দেখতে রাস্তার দু’পাশে লক্ষাধিক মানুষ ভিড় করে থাকেন।নবদ্বীপ ধাম রেলস্টেশনকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।এই উৎসব ঘিরে অতিরিক্ত বাহিনীও মোতায়েন হয়েছে।মহাপ্রভু চৈতন্যের রাসযাত্রার উপলক্ষে শক্তি আরাধনার প্রাদুর্ভাব যেমন ঘটেছে তেমনি এই রাসযাত্রা দেখতে জন প্লাবনে ভাসতে চলছে নবদ্বীপ শহর।

নিজস্ব চিত্র

একই সাথে মাদক বর্জিত রাস উৎসব উপহার দিতে স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার উদ্যোগে এক বিশাল মিছিল এলাকা পরিদর্শন করেছে। নেশামুক্ত রাস উপহার দিতে ইতিমধ্যেই শহরে প্রচার অভিযান তুঙ্গে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে নবদ্বীপে অনুমোদিত রাসের সংখ্যা সাড়ে তিনশ’র কাছাকাছি,কিন্তু শহর এবং তৎসংলগ্ন এলাকা জুড়ে পাঁচ শতাধিক প্রতিমা তৈরি হয় এবং পূজিত হয়।মাদকদ্রব্য সেবনে বিরুদ্ধে প্রচার অভিযান জোরকদমে শুরু হয়েছে।

রাজস্থানের রাজবাড়ী থেকে শুরু করে বালির নটরাজ সবটাই দেখতে পাবেন দর্শক এই রাস উৎসবে।নবদ্বীপ বিবেকানন্দ কলোনিতে ছোট ডাভ সাবান দিয়ে দেড় ইঞ্চির নটরাজ মূর্তি তৈরি করে সারা ফেলে দিয়েছে দর্শকদের কাছে।

আরও পড়ুনঃ ডোকরার টানে মস্কোর শিক্ষিকা দ্বারিয়াপুরে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here