উৎসবের হাওয়া কেন্দ্রীয় সংশোধনাগারে

0
72

সুদীপ পাল,বর্ধমানঃ

আগামী কাল সকালেই মা আসবেন।তারপর থেকেই শুরু হবে পুজো।পরিবেশ একেবারে অন্যরকম বদলে গেছে বর্ধমানের সংশোধনাগারে।শুধু মায়ের পুজো নয় মায়ের পুজোকে কেন্দ্র করে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার আবাসিকরা এবার পুজোয় নৃত্যনাট্যে মহিষাসুরমর্দিনী করবেন। সংশোধনাগারে এখন উৎসবের আমেজে, বন্দীদের মনেও নিজেদের মতন করে মা দুর্গাকে অর্ঘ্য দেবার ইচ্ছে।জানা যায় ২০১৩ সাল থেকে বর্ধমান সংশোধনাগারে পুজো শুরু হয়েছে।এখন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার এ আবাসিক ৯৭৬ জন।সংশোধনাগার সূত্রে জানা যায়, পুজোর বাজেট এবার দু’লক্ষ টাকা।

নিজস্ব চিত্র

অনেক আবাসিকই খুব সুন্দর রান্না করেন তাই কর্তৃপক্ষ পুজোর চার দিন ভালো খাওয়া দাওয়ার জন্য তাঁদের হাতেই দিয়েছেন রান্নার ভার।কি হচ্ছে দুর্গা পুজোর মেনু? জানা যায়, সপ্তমীর দিন মাছ থাকবে।তবে অষ্টমীর দিন হবে নিরামিষ। নবমীতে থাকবে সরু চালের ভাত আর মুরগির মাংস।এই নবমীতে আবাসিকরা করবেন নৃত্যনাট্য মহিষাসুরমর্দিনী।শুধু নিজেরাই অনুষ্ঠান করবেন তা নয় বাইরের শিল্পী দিয়েও দশমীর রাতে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার এর সুপার নবীন কুজুর বলেন,আবাসিকরা নানা অনুষ্ঠান করে সংশোধনাগার উৎসবমুখর করে তুলবেন।

আরও পড়ুনঃ পুলিশের পুজোর গাইড লাইন উদ্বোধন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here