উত্তরবঙ্গ সাহিত্য উৎসবে দুই বাংলার মিলনক্ষেত্র

0
124

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Festival of Literature
নিজস্ব চিত্র

ইসলামপুর রবিবারের সাহিত্য আড্ডার উদ্যোগে তথা ব্যবস্থাপনায় ৯ জুন রবিবার ইসলামপুরে অনুষ্ঠিত হলো ১০ তম উত্তরবঙ্গ সাহিত্য উৎসব৷

Festival of Literature
নিজস্ব চিত্র

দেশ বিভাজনের বিভেদ ঘুচিয়ে এপার বাংলা ওপার বাংলা সহ অন্যান্য রাজ্যের প্রথিতযশা ও প্রতিভাবান একঝাঁক কবি সাহিত্যিকের উপস্থিতিতে সাহিত্যের অনির্বাণ প্রদীপ প্রজ্জ্বলন করেন সভার প্রধান অতিথি বঙ্গরত্ন ড.আনন্দগোপাল ঘোষ,রত্ন রাম অবতার শর্মা,সাহিত্য আড্ডার সভাপতি নিশিকান্ত সিনহা, প্রখ্যাত সাহিত্যিক বিনোদ ঘোষাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷

Festival of Literature
সম্মাননা প্রদান।নিজস চিত্র

Festival of L

সৃজনশীল সাহিত্য ও সাহিত্য উৎসবে সংস্কৃতিমনস্ক মানুষ এখনও যে বিপুল আগ্রহ প্রকাশ করেন তা বোঝা গেল ইসলামপুরের সূর্যসেন মঞ্চে আসন অতিরিক্ত উপচে পরা ভিড় দেখেই৷ যাঁর হাত ধরে বাঙালীর বর্ণপরিচয়, সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্রের দ্বি-শততম জন্মবছরে এমন এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন তাৎপর্যপূর্ণবাহী। উদ্বোধনী পর্বে ছিল সাহিত্য সম্মান প্রদান৷

আরও পড়ুনঃ নেপালি সাহিত্য সভার উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন

রবিবারের সাহিত্য আড্ডা সাহিত্য সম্মান, ২০১৯ – এ যারা ভূষিত হলেন তারা হলেন-

১| বিনোদ ঘোষাল, সাহিত্যিক, কলকাতা
২| প্রফুল্ল কুমার বাগচী,লেখক, বাংলাদেশ
৩| প্রবীর রায়,কবি, জলপাইগুড়ি
৪| ড. অর্ণব সেন, প্রাবন্ধিক,
আলিপুরদুয়ার
৫| অভয়া বোস, সাহিত্য সংগঠক,
শিলিগুড়ি
৬| সুশীল বর্মণ,ছড়াকার, উত্তর দিনাজপুর
৭| গোপাল লাহা, লোকসংস্কৃতি গবেষক,
মালদহ৷

পত্র-পত্রিকার তরফে সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠানকে এক ভিন্ন মাত্রা প্রদান করে৷

এক মুঠো রোদ সাহিত্যকলা সম্মান –

১| স্নিগ্ধসত্তা সুলেখা সরকার( কবি ও
লেখিকা)শিলিগুড়ি ।
২| কুমার সুকুমার দাসগুপ্ত, কথাশিল্পী ও
নাট্যকার ,শিলিগুড়ি ।
৩| বিকাশ পাল, কবি ও লেখক, আলিপুরদুয়ার ৷

পুরস্কার প্রদান করেন পত্রিকা সম্পাদক প্রসূন শিকদার ও প্রকাশক মৃদুলা শিকদার।

কালিনী সাহিত্য পত্রিকা সম্মান –

১| সৌরেন চৌধুরী, কবি, রায়গঞ্জ
২| শিপ্রা পাল, কবি, শিলিগুড়ি
৩| চঞ্চল রায়, কবি, বাংলাদেশ৷
পুরস্কার তুলে দেন সম্পাদক নিশিকান্ত সিনহা৷

ত্রিকাল সাহিত্য সম্মান –

১| রাজকুমার জাজোদিয়া, প্রাবন্ধিক, কালিয়াগঞ্জ
২| কিরণগোপাল দেসরকার, করণদিঘী
(মরণোত্তর)।

দীভম সাহিত্য পত্রিকা সম্মান –

১| প্রমোদ নাথ, লোক সংস্কৃতি গবেষক,আলিপুরদুয়ার
২| ড. রঘুনাথ ভট্টাচার্য, প্রাবন্ধিক, বাংলাদেশ৷ পুরস্কার দেন ত্রিকা সম্পাদক ভবেশ দাস৷

মায়ামঙ্গল স্মৃতি সাহিত্য সম্মান-

১| পরিমল আচার্য, পত্রিকা সম্পাক হিসাবে প্রাক্তন চেয়ারম্যান, ইসলামপুর পৌরসভা
২| রঞ্জন সাহা, কবি, শিলিগুড়ি৷ ত্রিকাল ও এই সম্মান তুলে দেন সম্পাদক অরুণেশ্বর দাস৷

রাধাবল্লভ রায় স্মৃতি সাহিত্য সম্মান –

১| অশোক ঠাকুর, ছড়াকার ও অঙ্কন শিল্পী, কোচবিহার।
২| অশেষ দাস, লোক সংস্কৃতি গবেষক, শিলিগুড়ি
৩| মানিক চট্টোপাধ্যায়, কবি ও লেখক, শিলিগুড়ি ৷ পুরস্কার তুলে দেন সম্পাদক ড.বাসুদেব রায়৷

শ্রীরাজকুমার জাজোদিয়া ও বিকাশ পালের প্রতিনিধিরা পুরস্কার গ্রহণ করেছেন৷ ওপার বাংলার ড. রঘুনাথ ভট্টাচার্য একদিন পরে এসে পুরস্কার গ্রহণ করেছেন৷

স্বাগত ভাষণে সভামুখ্য ড. আনন্দ গোপাল ঘোষ ইসলামপরে সাহিত্য চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন৷ এই ধারাকে বজায় রাখার ক্ষেত্রে প্রবীণরা যেভাবে নবীনদের পথ দেখিয়ে চলেছেন সেকথা উল্লেখ করেন৷ বিশিষ্ট সাহিত্যিক বিনোদ ঘোষালের বক্তব্য সকলের হৃদয় ছুঁয়ে যায়৷ তিনি বলেন, ‘সম্মান ও আত্মতুষ্টি যেন আমাদের গ্রাস না করে৷ নিরলসভাবে সাহিত্যসেবার ব্রতে দীক্ষিত হয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে৷বিশিষ্ট জনেদের বক্তব্যে উঠে আসে সাহিত্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা৷’

দ্বিপ্রাহরিক আহারের পরে দ্বিতীয় পর্ব ছিল সাহিত্য পাঠ পর্ব৷ এই পর্বে সভাপতিত্ব করেন ড.প্রকাশ অধিকারী ও তুহিন চন্দ৷ এই পর্বের প্রথমে ইসলামপুরের থিম সং পরিবেশন করেন কোচবিহারের বিক্রম শীল ও শুভজিৎ চৌধুরী৷তীব্র দাবদাহ উপেক্ষা করে সকলে সকাল দুপুর দুটো থেকে সন্ধ্যে প্রায় সাতটা পর্যন্ত চলে সাহিত্য পাঠ পর্ব৷

প্রায় সত্তর জন কবির কবিতা পাঠে সমৃদ্ধ হয় উৎসব৷ এছাড়াও উপস্থিত ছিলেন গোকুল সরকার, লক্ষ্মী নন্দী, বাপ্পাদিত্য দে, সজল গুহ অরুণ চক্রবর্তী, বিবেক কবিরাজ, আবীরা সেনগুপ্ত, পারমিতা ভট্টাচার্য, ফিরোজা বানু প্রমুখ৷ উপস্থিত ছিলেন বাচিক শিল্পী অনির্বাণ সেনগুপ্ত, সুবীর ভট্টাচার্য, জুঁই ভট্টাচার্য, অনিন্দিতা বিশ্বাস প্রমুখ৷ ছিলেন নৃত্যশিল্পী আই ভি বিশ্বাস৷ উদ্বোধনী ও সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন নুপূর বসু ভৌমিক৷ নজরুলের আবহে সঙ্গীত পরিবেশন করেন মনোনীতা চক্রবর্তী৷ এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনা করেন মনোনীতা চক্রবর্তী, সুশান্ত নন্দী, সুদীপ্ত ভৌমিক ও প্রসূন শিকদার৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here