ওয়েব ডেস্ক, দিল্লিঃ
এবার অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় কাটছাঁট কেন্দ্রের। কার্যত বিরোধীশূন্য রাজ্যসভায় পাশ হয়ে গেল অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশোধনী বিল। গত ১৫ সেপ্টেম্বর লোকসভায় বিলটি পেশ করা হয়েছিল। লোকসভায় বিলটি পাশ হয়ে যাওয়ায় পর আজ মঙ্গলবার বিলটি পেশ করা হয় সংসদের উচ্চকক্ষে।

সেখানেও বিলটি পাশ হল বিনা বাধায়। কারণ, আটজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে রাজ্যসভার অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী শিবির। এবার রাষ্ট্রপতি সই করলেই সাড়ে ছ’দশক পুরনো অত্যাবশ্যকীয় পণ্য আইনটি সংশোধিত হবে।
এই বিল পাশ হওয়ার ফলে, অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ পড়ল আলু, পেঁয়াজ, ডাল, তৈলবীজ, দানাশস্য। অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ ভোজ্য তেলও। এই পণ্যগুলি এবার থেকে ইচ্ছেমতো মজুত রাখতে পারবে ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ একবিংশ শতাব্দীর ভারতে এই কৃষি বিল অত্যন্ত প্রয়োজনঃ মোদী
মজুত রাখার পাশাপাশি ইচ্ছেমতো দামে এগুলি বিক্রি করা যাবে, এক এলাকা থেকে কিনে অন্য এলাকায় নিয়ে বিক্রিতে কোনও বাধা থাকবে না। এক কথায় এই নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলির কেনাবেচা এবং মজুতদারির উপর এতদিন যে সরকারি নিয়ন্ত্রণ ছিল তা পুরোপুরি উঠে যাচ্ছে। উৎপাদন বেশি হওয়ায় মজুতদারি রুখতে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য, দাবি কেন্দ্রের।
আরও পড়ুনঃ ৮ সাংসদকে সাসপেন্ড করায় তীব্র প্রতিবাদে সোচ্চার মমতা
অন্যদিকে, সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় পুঁজিপতিদের সুবিধা হবে, অভিযোগ তৃণমূলের। তাঁদের আশঙ্কা, এই বিলটি পাশ হয়ে যাওয়ার ফলে এই নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলির বাজার পুরোপুরি কর্পোরেট নিয়ন্ত্রণে চলে যাবে।
তাঁরা ইচ্ছেমতো কম দামে কৃষিপণ্য কিনবে এবং মজুত করে রেখে বাজারে কৃত্রিম সংকটের পরিস্থিতি সৃষ্টি করে সেই পণ্যই পরে আম আদমির কাছে অগ্নিমূল্যে বিক্রি করবে। যার জেরে কৃষকরাও যেমন ক্ষতিগ্রস্ত হবেন তেমনই মধ্যবিত্তরাও সঙ্কটের মুখে পড়বেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584