পিয়ালী দাস, বীরভূমঃ
সাঁইথিয়া থানার কল্যাণপুর গ্রামে দুই সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার জেরে তৃণমূলকর্মী ইনসান শেখের খুনের ঘটনায় সাঁইথিয়া থানার পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে।
পাশাপাশি উদ্ধার করেছে পঞ্চাশটি তাজা বোমা। পুরাতন কয়েনের ব্যবসাকে কেন্দ্র করে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। সংঘর্ষে ব্যাপক বোমাবাজির সাথে চলে গুলি। সেই গুলিতে প্রাণ হারায় ২৬ বছর বয়সি ইনসান শেখ নামে এক তৃণমূল কর্মী।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী। সাঁইথিয়া থানার পুলিশের তরফ থেকে পুলিশি পিকেট বসানোর পাশাপাশি চলে জোর তল্লাশি। বুধবার কল্যাণপুর গ্রামে গিয়ে দেখা গেল, গ্রামবাসীদের চোখেমুখে রয়েছে আতঙ্কের ছাপ।
আরও পড়ুনঃ জলঙ্গীতে নির্মীয়মাণ ফাঁকা বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত ৩
সাঁইথিয়া থানার পুলিশ সূত্রে খবর, কল্যাণপুর গ্রামে নকল সোনার কয়েন ব্যবসা করে মানুষ ঠকাচ্ছিল ইনসান। এ বিষয়ে ইতিমধ্যে কড়া পদক্ষেপও নিয়েছে পুলিশ।
বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানান, যুবক খুনের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে তুললে ছয় জন অভিযুক্ত কে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাকি ছয় জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584