নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণের প্রত্যন্ত গ্রামের মেয়ে রূপসা মাহাত।এই বছর খড়্গপুর গ্রামীণের কড়িয়াশোল হাই স্কুল থেকে ৮৫.৫৭% (৫৯৯) নাম্বার পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।পিতা বকুল মাহাতর সামান্য একচিলতে জমি তাও আবার বর্ষার জলে চাষ।মা একজন গৃহবধূ।কোন রকমের টেনেটুনে চলা সংসারের প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে অদম্য পরিশ্রম ,আর এই সফলতা।
রূপসার ইচ্ছা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার এবং এমন কিছু করার যাতে তার পরিবার স্বচ্ছল হয়,সেই সঙ্গে সে সমাজের মানুষের জন্য কিছু করতে চায়।কিন্তু সে জানে না তার এই স্বপ্ন আদও বাস্তবায়িত হবে কি না।কড়িয়াশোল হাই স্কুলের শিক্ষক সূর্যকান্ত শথপতি বলেন, “রূপসা আমাদের স্কুলের গর্ব ,ও সত্যিই খুব পরিশ্রমী এবং ভালো মেয়ে,আমরা যতটা সম্ভব ওকে সাহায্য করেছি।
আরও পড়ুনঃ দারিদ্রতার সাথে লড়াই করে সফল সুস্মিতার লক্ষ্য ডাক্তার হওয়া
ওর আদম্য ইচ্ছায় ওকে সাফল্যের চুড়ায় পৌঁছে দেবে।” রূপসার বাবা মা বললেন, দরকার হলে একবেলা উপোস করে হলেও মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন,তারপর জানিনা ঈশ্বর কপালে কি লিখে রেখেছেন।”
যদি কোন সহৃদয় ব্যক্তি বা সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়ত এই মেয়েটির মাঝপথে পড়াশোনা বন্ধ হবে না বা সে তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584