নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
একেই বলে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। এককালে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে খেয়ে পরে বেঁচে থাকার উপযুক্ত করেছে যে বাবা, তাকেই পথে বসাল গুণধর সন্তানেরা। ৮০ বছরের বৃদ্ধ বাবার দায়িত্ব এড়িয়ে তাকে রাস্তায় বের করে দিল গুণধর সন্তানেরা। তাই পথেই জীবন ৮০ বছর বয়সি সুনীল পালের।
কলকাতার গোলপার্কে অ্যাক্সিস ব্যাঙ্কের সামনে গেলেই দেখা মেলে তাঁর। তবে, ভিক্ষার পাত্র হাতে নিয়ে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসকে অট্টহাসি হাসতে দেননি শিল্পী সুনীল পাল। তিনি নিজের হাতে আঁকা ছবি নিয়ে বিক্রি করছেন পথে বসে। মাত্র ৫০ বা ১০০ টাকায় অসাধারণ সব ছবি বিক্রি করছেন তিনি।রাস্তার ধারে শিল্পীকে ছবির পসরা সাজিয়ে বসে থাকতে দেখে অনেকেই এগিয়ে এসেছেন।
তাঁর পরিচয় জেনে তা চাউর করেছেন ফেসবুকে। তাতে অনেকেই এসেছেন তাঁর কাছে ছবি কিনতে। শুধু তাই নয়, অনেকেই বেশি দামে কিনতে চেয়েছেন তাঁর আঁকা ছবি। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই সাহায্য পৌঁছে দিয়েছেন তাঁর কাছে। আর তা সম্ভব হয়েছে ফেসবুক গোষ্ঠীর দৌলতেই।
সুনীল পালের কথা জানতে পেরে এবার এগিয়ে এলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সুনীল পালের ছবি সহ শেয়ার করেন। তাতে বহু মানুষ এগিয়ে এসেছেন শিল্পীর পাশে। শিল্পীর ফোন নম্বর আছে কিনা জানতে চাইছেন অনেকে।
আরও পড়ুনঃ অনুরাগ কাশ্যপের অ্যাঞ্জিওপ্লাস্টি, অবস্থা স্থিতিশীল
সৃজিত তাঁর পোস্টের মাধ্যমে ওই এলাকার মানুষকে তাঁর কাছ থেকে ছবি কিনতে আবেদন করেছেন।বলাবাহুল্য, করোনা আবহে সৃজিত মুখোপাধ্যায় একের পর এক পোস্টে জানিয়েছেন কোথায় অক্সিজেন আছে, কোথায় বেড আছে, কার অর্থিক সাহায্য দরকার, কোথায় অসুস্থ মানুষ আটকে আছেন এই সব কিছুই তিনি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। মানুষকে নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584