নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ
বিনোদন জগতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে ‘সিনেমাটোগ্রাফ অ্যামেন্ডমেন্ট বিল’। ১৯৫২ সালে তৈরি হয় ‘সিনেমাটোগ্রাফ অ্যাক্ট’। এ বার সেই আইন সংশোধনের প্রয়োজন অনুভব করেছে কেন্দ্র। সেই সংশোধনী খসড়াতে বলা হয়েছে যে- “কেন্দ্রীয় সরকার চাইলেই ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়া ছবিকে আটকে দিতে পারে এবং যে কোনও পরিবর্তনের নির্দেশ দিতে পারে।”
ইতিমধ্যেই অনুরাগ কাশ্যপ, শাবানা আজমি, জোয়া আখতার, ফারহান আখতার, এবং দিবাকর বন্দ্যোপাধ্যায়ের মতো অনেক শিল্পী তথ্য এবং সম্প্রচার মন্ত্রককে চিঠি লিখে সংশোধনী খসড়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদের সুর চড়িয়েছেন টলিউডের কর্তা ব্যক্তিরাও। অরিন্দম শীল, মৈনাক ভৌমিক, দেবালয় ভট্টাচার্য, বিরসা দাশগুপ্ত, অরিত্র মুখার্জির মতো পরিচালকরা জানিয়েছেন প্রতিবাদ।
এক প্রথম সারির সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছে, পরিচালক অরিন্দম শীল জানিয়েছেন- “কোনও দেশে শিল্পীদের গলা টিপে কাজ বন্ধ করতে চাইলে সেই দেশের সমৃদ্ধি বলে কিছু আর থাকে না। এ ক্ষেত্রেও সেটাই হচ্ছে।”
সূত্রের খবর, পরিচালক মৈনাক ভৌমিক মনে করেন, সিনেমা নিয়ে কেন্দ্র বা রাজ্য কী করছে সেদিকে মন না দিয়ে বক্স অফিসে কীভাবে কোনও বাংলা ছবি সাফল্য পাবে সেদিকে মন দিতে হবে।
আরও পড়ুনঃ টিভিতে ডেবিউ করছেন রণবীর সিং
জানা গিয়েছে, কেন্দ্রকে লেখা অনুরাগ, ফারহান, শাবানাদের খোলা চিঠিতে সংশোধনী খসড়ার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন প্রায় ১৪০০ ব্যক্তি। তাঁরাও মনে করেন, এই বিল যদি পাশ হয় তাহলে পরিচালক এবং সেন্সর বোর্ডের স্বাধীনতা নিশ্চিত খর্ব হবে। ওদিকে প্রতিবাদের এই পন্থাকে ‘সোশ্যাল মিডিয়া স্টান্ট’ বলে চিহ্নিত করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।
আরও পড়ুনঃ মৈনাকের ‘একান্নবর্তী’তে সৌরসেনীর বিপরীতে থাকছেন গৌরব রায়চৌধুরী
‘চরিত্রহীন’-এর মতো সাহসী ওয়েব সিরিজ তৈরি করেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। কেন্দ্রের নজরদারিতে শিল্পীর স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে বলে মনে করেন তিনিও। এবং ক্ষুব্ধ তিনি। এর আগে ওটিটি প্ল্যাটফর্মে কী দেখানো হবে আর কী দেখানো হবে না, তা নিয়ন্ত্রণের প্রয়োজনে নির্দেশিকা তৈরির আদেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গোটা বিষয়টিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, ‘মির্জাপুর’, ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘তাণ্ডব’-এর মতো সিরিজ নিয়ে যে রাজনৈতিক মহল থেকে নানান আপত্তি উঠে এসেছে তারই কি ফলশ্রুতি এই নতুন পরিবর্তন? বিনোদনমহলে এই প্রশ্নই উঠে আসছে বারবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584