হিলি সীমান্তে চোদ্দো-হাত কালীপূজার শেষ প্রস্তুতি

0
107

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

ভারত-বাংলাদেশ সীমন্তে হিলির চোদ্দো হাত কালীর মেলা বহন করে চলেছে ১৯৭১ এর ভারত-পাকিস্তান যুদ্ধের স্মৃতি। এই হিলি সীমান্তে বাংলাদেশ স্বাধীন হওয়ার যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়। সেই যুদ্ধে মৃত সৈনিকদের হিলির পশ্চিম আপ্তইর এলাকায় কবর দেওয়া হয়েছিল। সেই কারণে এই এলাকায় অনেকেই রাতে আসতে ভয় পেতেন। সেই ভয় দূর করতে এই এলাকার মানুষ শুরু করেন ১৪ হাত কালীর পুজো।

final preparation of Kali Puja On Hilly border
নিজস্ব চিত্র

প্রতিবছর অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে মায়ের পুজো হয়। এই পুজো এ বছর ৩৯ তম বর্ষে পড়ল। এখানে মা বৈষ্ণব মতে পুজিতা হন। মা’কে অন্নভোগ নিবেদন করা হয়। এখানে কোনও রকম বলি প্রথা নেই। এই ১৪ হাত কালির পুজো উপলক্ষ্যে সাত দিন ব্যাপি বিশাল মেলার আয়োজন করা হয়ে থাকে। আগামী সোমবার ২৫ নভেম্বর এই মায়ের পুজো অনুষ্ঠিত হবে। চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here