মনিরুল হক, কোচবিহারঃ
রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়িতে এবার বোমা কারখানার হদিশ পেল পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল রাতে পেট্রল ডিউটিতে বেরিয়ে পেটলা, লক্ষ্মীর বাজার হয়ে ভেটাগুড়িতে প্রবেশ করার সময় দুজন ব্যক্তি পুলিশের গাড়ি দেখে পালাতে শুরু করে। পুলিশ তাদের পিছু নিলে একটি বাড়িতে গিয়ে ঢুকে পড়ে ওই দুই ব্যক্তি। সেখানে ঢুকতেই পুলিশের নজরে আসে ১০-১২ জন ব্যক্তি পিছন দিয়ে পালিয়ে যাচ্ছে। নদী ও অন্ধকার গলির জন্য পুলিশ তাদের পিছু ধাওয়া করেও ধরতে পারে নি।
পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বোম তৈরির সরঞ্জাম সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার করে।
এলাকা দখলকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে দিনাহাটার ভেটাগুড়ি এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। বোমা ও তীরধনুক নিয়ে এক গোষ্ঠীর বিরুদ্ধে আর এক গোষ্ঠীকে আক্রমন করার অভিযোগ উঠে এসেছে। বাড়িঘর ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। এই অবস্থায় ভেটাগুড়িতে শান্তি ফেরাতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। তার জেরেই পুলিশ ওই বোমা কারখানার হদিশ পেয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584