নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
লো ব্যালান্সের কারনে ছাত্র-ছাত্রীদের এ্যাকাউন্ট থেকে টাকা কাটছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া(বালিচক)। তাই অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।
কন্যাশ্রীসহ বিভিন্ন কারণে ছাত্র-ছাত্রীদের জন্য খোলা ব্যাংক একাউন্ট থেকে লো ব্যালান্স থাকার কারণে কয়েক মাস অন্তর টাকা কেটে নেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকেই এমন ঘটনা ঘটছে।ম্যানেজারকে এ বিষয়ে জানতে চাইলে তার সোজা সাপটা জবাব তা, ” দু’হাজার টাকা পাস বইতে না থাকলে এভাবে টাকা কাটতে থাকবে।”
যে টাকা তারা পেয়েছিল সে টাকা যদি এভাবেই কেটে নেওয়া হয় তাহলে ছাত্র-ছাত্রীদের এ্যাকাউন্ট খুলে কি লাভ হবে? স্কলারশিপ ও সরকার অনুদানের জন্য এখন বিদ্যালয়ের প্রায় সমস্ত ছাত্র-ছাত্রীকে ব্যাংকে গিয়ে এ্যাকাউন্ট খুলতে হচ্ছে।
আরও পড়ুনঃ ট্রাফিক নিয়ম ভাঙলে কার্ড সোয়াইপ করে জরিমানা আদায়
গরিব সন্তানদের পক্ষে কি দুই হাজার টাকা করে ব্যাংকে ফেলে রাখা সম্ভব হবে? অনেকেই বেশ কিছুদিন পরে গিয়ে দেখছে যে তাদের এ্যাকাউন্টে যেটুকু টাকা ছিল তার প্রায় অনেকটাই কেটে গিয়েছে লো ব্যালেন্সের কারণে।ছাত্র ছাত্রীরা টাকা পাবে কি, জরিমানা হিসাবে তাদেরই তো ঘুরে টাকা দিতে হচ্ছে এই প্রক্রিয়ায়।এতে কি লাভ হবে তাদের?বিষয়টি প্রশাসনিক স্তরে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584