করোনায় আক্রান্তের বিরুদ্ধে মামলা দায়ের জেলা পুলিশের

0
51

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

এবার এক হোম কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে যাওয়া করোনায় আক্রান্ত রোগীর বিরুদ্ধে মামলা দায়ের করল জেলা পুলিশ। জানা গেছে তপনের সোয়াব হোম কোয়ারেন্টাইনে থাকা এক হাতুড়ে চিকিৎসকের সোয়াব রিপোর্ট পজিটিভ আসার খবর জানতে পেরেই তিনি বাইক চালিয়ে আত্মগোপন করতে চলে গিয়েছিলেন মালদহর ইংরেজবাজারের শ্বশুরবাড়িতে।

covid hospital | newsfront.co
নিজস্ব চিত্র

এরপরেই হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দিষ্ট নিয়মকানুন না মানার কারণে তপনের ওই করোনা আক্রান্ত ব্যক্তির বিরুদ্ধে এবারে মহামারী বা জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইনের ধারায় মামলা শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, তপনের ওই ব্যক্তির বিরুদ্ধে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইনের ধারায় মামলা শুরু করা হয়েছে।

আরও পড়ুনঃ ৭ দফা দাবিতে ফালাকাটার বিডিওকে স্মারকলিপি শ্রমিক সংগঠনগুলির

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে গত রবিবার রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ব্যাকলক থেকে তপনের রামচন্দ্রপুরের এক বাসিন্দার পজিটিভ হবার খবর আসে।ওই ব্যাক্তি হরিয়ানাতে হাতুড়ে চিকিৎসকের কাজ করতেন বেশ কয়েকবছর ধরে। সেখান থেকে তপনের ওই বাসিন্দা কিছুদিন আগেই জেলায় ফিরেছিলেন। গতকাল রাতে করোনা পজিটিভ আসার খবর পেয়েই ওই বাড়িতে গিয়েছিলেন পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা।

আরও পড়ুনঃ লকডাউনের মধ্যেই সরকারী নির্দেশ মেনে রাস্তায় নামল অটো রিকশা, বাড়ল ভাড়া

কিন্তু বাড়িতে কার্যত কাউকেই পাওয়া যায়নি। তবে স্বাস্থ্য দফতরের কর্মীরা পরিবারের ১৬ জনের মধ্যে মাত্র ৬ জনকে ওই রাতেই বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে কোয়ারেন্টাইন করার ব্যবস্থা করেছিল। তবে সেই রাত্রে ওই করোনা পজিটিভ আসা ব্যাক্তির হদিস পায়নি তারা। এরপরেই করোনা আক্রান্ত ওই বাসিন্দার খোঁজ শুরু করা হয়েছিল।

পরে জানা যায় যে ওই ব্যক্তি তার রিপোর্ট পজিটিভ আসার খবর পেয়ে আত্মগোপন করতে তার শ্বশুরবাড়ি ইংরেজবাজার এলাকায় বাইক চালিয়ে চলে গিয়েছেন। পরদিন খবর পেয়ে নিজেই নাকি আবার ফিরেও এসেছিলেন। এদিকে তার গোটা পরিবার ভয়ে ওই রাতে ধান ক্ষেতে কাটিয়েছেন বলেও জানা গিয়েছে। ওই ব্যক্তি বা তার পরিবারের চিকিৎসা শুরু করতে ব্যাপক বেগ পেতে হয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরকে।

দীর্ঘ প্রায় ১২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় অবশেষে করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে বালুরঘাটের প্রয়াস আত্রেয়ী নামক কোভিড হাসপাতালে ভর্তি করাতে সক্ষম হয় পুলিশ বলে জানা গেছে। পরবর্তিতে জেলা স্বাস্থ্য দফতরের অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিকের অভিযোগ ক্রমে, জেলা পুলিশ ওই করোনা পজিটিভ ব্যাক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here