সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
গত শুক্রবার ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির ভরতপুরের এক তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন। তিনি ভরতপুর থানার ওসি রাজু মুখার্জির সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বলেন, “টারজানকে ওসি ফোন করেছিল আমি টারজানকে পরিষ্কার বলে দিয়েছি তুমি ওসিকে বলো যে তোমাকে দালালি বন্ধ করতে বলছি। যদি ওসি থাকার ইচ্ছে থাকে ভরতপুরে। আর তা না হলে ৪৮ ঘণ্টার মধ্যে তোমাকে এখান থেকে বাধ্য করবো তাবরি গোটাতে, থানার সামনে গিয়ে বসবো পায়ে টেবিলের উপর পা দিয়ে তখন ঠিক বুঝতে পারবে হুমায়ুন কবির কি জিনিস। অটোমেটিক তুমি এখান থেকে ছেড়ে চলে যাবে।”
আর এই মন্তব্যের জেরে জেলার রাজনীতিতে ক্রমশ জলঘোলা হচ্ছিল। আর তারপর গতকাল সোমবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি। মুর্শিদাবাদ জেলা পুলিশের সূত্রে জানা গিয়েছে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে ১১৬, ১১৭, ১১৯, ১৫৩, ১৬৬, ১৮৯, ৫০৪, ৫০৫, ৫০৬ IPC এবং ৫১ DM -এ একটি মামলা রুজু করেছে ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি ভরতপুর থানায়।
হুমায়ুন কবিরের এই মন্তব্যের জেরে বিরোধী রাজনৈতিক দল একাধিক প্রশ্ন তুলেছিল। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এবং প্রকাশ্য সভায় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস দলকে বারবার কাঠ গড়ায় তুলছিল রাজ্যের বিরোধী দলগুলি।
আরও পড়ুনঃ মাদার টেরিজা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ নস্যাৎ কেন্দ্রের
সেই জায়গায় দাঁড়িয়ে বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনী সিংহ রায় বলেন, হুমায়ুন কবিরের এধরনের মন্তব্য দল কোনোভাবেই সমর্থন করে না। তার যদি প্রশাসনের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকতো তিনি দলকে জানাতে পারতেন দল নিজের মতো ব্যবস্থা নিত। হুমায়ুন কবিরের এই মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। মুর্শিদাবাদ জেলায় বারবার বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসছে হুমায়ুন কবির। এখন দেখার বিষয় এটাই যে, পুলিশের পক্ষ থেকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করার পর এই ঘটনার শেষ পরিণতি কি দাঁড়ায়…
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584