শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন ব্যাপকভাবে ছড়িয়েছে আবারও । রাজ্যের প্রতিটি কোভিড ওয়ার্ডগুলি আবারও করোনার রুগীতে পরিপূর্ণ। বর্ধমান জেলার মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে অনেক গুলি করোনা আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন আছেন। সেই ওয়ার্ডে ঘটল এক দূর্ঘটনা। আজ শেষ রাতে প্রায় ৪ টে নাগাদ এই কোভিড ওয়ার্ডে আগুন লেগে যায়। সেই আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এক করোনা আক্রান্ত মহিলা। পূর্ব বর্ধমানের গলসির সন্ধ্যা মন্ডল নামে ঐ মহিলা মারা যায়।
আগুন কিভাবে ছড়িয়ে পড়ল সেটা নিয়ে এখন নানা ধোঁয়াশা। খবর পাওয়া মাত্রই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হাসপাতালের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও দকমল বাহিনীর প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে এই আগুন লাগেনি। দমকলের এক কর্মী দীপক সেন বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আমি আগুন লাগার প্রাথমিক কারণ খুঁজতে গিয়ে দেখি কোভিড ওয়ার্ডের এক বিছানায় দেশলাই ও লাইটার ছিল। সেখান থেকেও আগুন লাগতে পারে। তবে তদন্ত না করলে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ”
আরও পড়ুনঃ Bengal Corona Update: কমল দৈনিক সংক্রমণের হার, একদিনে করোনায় মৃত্যু ৩৪ জনের
অন্যদিকে আগুন লাগার ব্যাপারে বলতে গিয়ে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, “শনিবার ভোর রাতে আগুন লাগে, ওয়ার্ডের এক রোগী প্রথমে আগুন দেখেন তারপর তিনি বাকিদের জানান। ” তবে এক করোনা আক্রান্ত রোগীর আত্মীয় শত্রুঘ্ন মন্ডল অভিযোগ করেন, “হাসপাতালের কর্মী ও নিরাপত্তারক্ষীরা সেইসময় ঘুমোচ্ছিলেন । অনেক ডাকাডাকির পর তারা জেগে উঠেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ”
এছাড়াও মৃত সন্ধ্যা মন্ডলের পরিবারের তরফ থেকে তাঁর মেয়ে রানু মন্ডল অভিযোগ করে বলেন, “আমাদের ঠিক সময়ে ঢুকতে দিলে আমার মা কে বাঁচানো সম্ভব হতো। ”
এদিকে হাসপাতালের অধ্যক্ষ প্রবীর সেনগুপ্ত বলেন, “এই ঘটনা খুব দুঃখজনক। খুব দ্রুতই পাঁচ সদস্যের এক কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হবে। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584