নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গীপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন বাজারে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে কুড়িটির বেশি দোকান ভস্মীভূত হয়েছে। পুড়ে গেছে ফলমান্ডি, খাবারের হোটেল, আসবাবপত্রের দোকান সহ বস্ত্রবিপনীও। যদিও হাসপাতালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবুও লেলিহান আগুনের গ্রাসে চলে যায় প্রায় ২৫০ মিটার এলাকা। সর্বস্বান্ত হয়েছেন প্রায় ৩০ জন ব্যবসায়ী।
এদিন রাত্রি ১০ টা নাগাদ হঠাৎই জঙ্গীপুর লালগোলা রাজ্যসড়কের ধারে দাদাঠাকুর মোড়ে খাস জমিতে গড়ে ওঠা ঐ বাজারের বাঁশের ছেঁচা বেড়া দেওয়া কোনো এক দোকানে আগুন লাগে, মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
দোকানদারের নজরে পড়তেই তারা নিজেরাই আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে, খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। হাসপাতাল বা বাজারের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের হাইটেনশন তার থাকলেও সকলের তৎপরতায় এড়ানো গেছে বড়সড় বিপর্যয়।
আরও পড়ুনঃ সুতিতে তৃণমূল কংগ্রেস কর্মী খুন
তবে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা। পুলিশের প্রাথমিক অনুমান কোনো দোকানে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584