নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
স্বস্তি যে সহজে মিলবে না, তেমনটা আন্দাজ করা গিয়েছিল আগেই। এবার পরিযায়ী শ্রমিকের দল ঢুকতেই জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার রায়গঞ্জ ও হেমতাবাদ এলাকায় তিনজনের করোনা পজিটিভ ধরা পড়েছিল। এবার রায়গঞ্জের আরও একজনের করোনা পজিটিভ এসেছে।
এদিকে, হেমতাবাদ, রায়গঞ্জের পরে বুধবার বাহিন গ্রামেও দমকল বাহিনী দিয়ে স্যানিটাইজেশন করার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই হেমতাবাদ এবং রায়গঞ্জের দুটি এলাকা কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে প্রশাসন। পুলিশের পক্ষ থেকে দিনরাত নজরদারি করা হচ্ছে। যাতে কেউ এলাকা থেকে না বার হতে পারে, না ঢুকতে পারে তা নিশ্চিত করছে পুলিশ।
আরও পড়ুনঃ লকডাউনে ভিডিও কলে চার হাত এক হলো
প্রশাসনের খবর, বুধবার বাহিন এলাকাতে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে। এনিয়ে দুপুর ১২ টা পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। এদিকে, রায়গঞ্জ ব্লকের শেরপুর কনটেনমেন্ট জোন, স্যানিটাইজ করছেন দমকল বিভাগের কর্মীরা। পুরো এলাকা জীবাণু মুক্ত করতেই এই ব্যবস্থা করা হয়েছে বলেই প্রশাসনের বক্তব্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584