কোয়ারেন্টাইনে থাকা স্কুল স্যানিটাইজেশনে দমকল

0
27

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা ভাইরাসের প্রকোপে দেশজুড়ে চলছিল লকডাউন।আর এই লকডাউনের ফলে বন্ধ হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান গুলি। প্রায় চার মাস পেরিয়ে যাওয়ার পর শীতলখুচিতে একের পর এক কোয়ারেন্টাইন সেন্টার গুলিকে স্যানিটাইজেশন করা হচ্ছে। বুধবার শীতলখুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয় স্যানিটাইজেশন করলেন শীতলখুচি দমকল বিভাগ।

Sitalkunchi gopinath school | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, দীর্ঘদিন করোনা আবহে সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকায় এবং সেই স্কুলগুলি কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত হওয়ায় সেই সব বিদ্যালয়গুলিকে একের পর এক স্যানিটাইজেশন করছেন শীতলখুচি দমকল বিভাগ। বিশেষ করে যেখানে পরিযায়ী শ্রমিকরা ছিলেন, সেই জায়গা স্যানিটাইজ করা হচ্ছে।

আরও পড়ুনঃ দাঁতনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত উপপ্রধানের

সারা রাজ্যে লকডাউন থাকায় উচ্চমাধ্যমিকের এখনো কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে। এই পরীক্ষাগুলি আগামী মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। কিন্তু যত দিন গড়াচ্ছে পরিস্থিতি তত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।তবে পরীক্ষাগুলির কী হবে ? অনেক বিদ্যালয় কোয়ারেন্টাইন সেন্টার ছিল বলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এই ভীতি দূর করার জন্য শীতলখুচি দমকল বিভাগ শীতলখুচির কোয়ারেন্টাইন সেন্টার হওয়া বিদ্যালয়গুলি একের পর এক স্যানিটাইজেশন কাজে হাত দিয়েছে।শীতলখুচি দমকল বিভাগকে এই কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here