মনিরুল হক, কোচবিহারঃ
মুখ্যমন্ত্রীর সফরের আগে বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল রাসমেলা। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। রবিবার দুপুরে এক দোকানদার জল গরম করবার সময় হঠাৎই আগুন লেগে যায় গ্যাসের সিলিন্ডারে। এরপরই প্রানে বাঁচাতে দোকানদার সেই আগুন ধরা সিলিন্ডারটি রাস্তায় ছুড়ে মারে। আশেপাশে কাপড়ের দোকান থাকায় আতঙ্কিত হয়ে পড়েন ওই মেলা চত্বরে থাকা অন্যান্য ব্যবসায়ীরা।
এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। তবে দমকল আসার আগেই স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় সেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
এদিন মেলায় থাকা ব্যবসায়ীরা জানান, মেলা যে কয়েকদিন চলবে বেশিরভাগই দোকানদার নিজেরা গ্যাস সিলিন্ডারে রান্না করে খায়। এভাবে চলতে থাকলে মেলার ভিতরে যে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের এবিষয়ে নজর দেওয়া উচিত।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584