শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউন পরিস্থিতির মধ্যেই আচমকা আগুন লাগল ভবানীপুরের বহুতলে। সোমবার সকাল সওয়া ১০ টা নাগাদ ভবানীপুরের জাস্টিস চন্দ্রমাধব রোডে সাউথ সিটি গ্যালাক্সি নামে একটি বহুতলের ১৫ তলায় আগুন লাগে। খবর পেয়ে চলে আসে দমকলের ১০ টি ইঞ্জিন।
উচ্চতার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাথমিক ভাবে সমস্যার মুখে পড়েন দমকলকর্মীরা। আনা হয় হাইড্রোলিক ল্যাডার। ঘটনাস্থলে চলে আসেন দমকলের ডিজি ফায়ার। পরে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসুও। দুপুর ১২ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ভবানীপুরের এই বহুতলের ১৫ তলায় বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। সোমবার সকালে আগুন লাগার ঘটনা প্রথমে তাঁরাই টের পান। গলগল করে ধোঁয়া বেরোতে দেখে নিচে নেমে আসেন অনেকে। সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীকে।
আরও পড়ুনঃ নকশালবাড়িতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি বাড়ি, এলাকায় চাঞ্চল্য
বাসিন্দাদের বের করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখনও অনেকের আটকে রয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে সেটা খতিয়ে দেখছে দমকল। একইসঙ্গে ওই তলের ওপরের দিকের বাসিন্দাদেরও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সরিয়ে নেওয়া হচ্ছে।
যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ভবানীপুর থানার পুলিশও। কিন্তু ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কোনও শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে দমকলের প্রাথমিক অনুমান। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584