মনিরুল হক, কোচবিহারঃ
ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালও কোচবিহারে। ঘটনাটি ঘটেছে কোচবিহার রাজবাড়ীর বিপরীতে একটি বেসরকারি ব্যাঙ্কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, এদিন জেনারেটরে তেল ভরে চালানোর পর হঠাৎ করেই সেই জেনারেটরটি মেইন লাইনের সাথে শর্টসার্কিট হয়ে যায়।
এরপরই সেই মেশিনটি প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করে। তার থেকে বেরতে থাকে আগুনের ফুলকি। কিছুক্ষন পর সেখান থেকে ধোঁয়া বেরতে দেখে ভয় পেয়ে যান ব্যাঙ্ক কর্মীরা। এরপরই আতঙ্ক ছড়িয়ে পরে। পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ খবর দেন দমকল কেন্দ্রে। খবর পেয়ে ছুটে আসে দমকলের ২ টি ইঞ্জিন। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আরও পড়ুনঃ স্বাস্থ্যকেন্দ্রের গেটে বোমা উদ্ধার রায়গঞ্জে
এবিষয়ে কোচবিহার শাখার ওই ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার নবেন্দু কাঞ্জিলাল বলেন, আজ সকালে জেনারেটরে তেল ভরে চালানোর সময় হঠাৎ করেই সেই মেশিনটি শর্টসার্কিট হয়ে যায়। এরপর সেটি স্বজোরে ঘুরতে থাকে। সেখানে ধরে যায় আগুন ধরে যায়। ভয়ে আমরা ব্যাঙ্কের মেইন সুইচ অফ করে দিয়ে বাইরে বেরিয়ে আসি।
দমকল জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে। প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্টসার্কিটের ফলেই এই আগুন লেগেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584