নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন, ভাঙচুর একাধিক মোটরসাইকেল, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ১১ নম্বর অঞ্চলের মোহাড়ে।
তৃণমূলের দলীয় সূত্রে জানা যায়, দলীয় কর্মীরা যখন দলীয় অফিসে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন ঠিক এই সময় পাশে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা থেকে বেশকিছু বিজেপির দুষ্কৃতী বোমা বন্ধুক লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বোম মারতে থাকে পার্টি অফিসে, আগুন লাগিয়ে একাধিক মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ মুখোশ পড়ে অহিংস আন্দোলনের ডাক মেলার মাঠ বাঁচাও কমিটির
জানা গেছে, এই দিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা ছিল। সেই উপলক্ষ্যে মিছিল আসার মুখে এই ঘটনা ঘটিয়েছে বলে তৃণমূলের অভিযোগ।
আরও জানা যায় দলের পাঁচজন কর্মী আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে পরে সবং গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় তারপর সেখান থেকে আহতদের মেদিনীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে এলাকার পরিস্থিতি খুব উত্তপ্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584