নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার ভোর তিনটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার গাইঘাটা ৬০নং জাতীয় সড়কের উপর মেদিনীপুর থেকে বাঁকুড়াগামী একটি পান বোঝায় লরির সাথে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে আগুন জ্বলে যায়।পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে পান বোঝাই গাড়ি উত্তরপ্রদেশের বালিয়া এলাকায় যাচ্ছিল,অন্যদিকে রামপুরহাট থেকে গুটি বোঝাই গাড়ি পূর্বমেদিনীপুর যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী বাসুদেব ভুঁইয়া জানান,আজ ভোর নাগাদ বিকট শব্দ শুনতে পাই তখনই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতেই দেখি দুটি গাড়িতে ভয়ানক ভাবে আগুন জ্বলছে।লরির মধ্যে থাকা দুইজন চালকই ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়।
আরও পড়ুনঃ শট সার্কিট থেকে পাঁচশো বছরের প্রাচীন তেঁতুল গাছে আগুন
দুই সহকারীই আহত অবস্থায় নীচে পরে আর্তনাদ করছিল,তখন স্থানীয়দের সহযোগিতায় সাথে সাথে আহতদের শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়,সেখানে এই দুই খালাসির অবস্থার অবনতি লক্ষ্য করা গেলে চিকিৎসকরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।একই সাথে খবর দেওয়া হয় শালবনি থানায় এবং দমকলে।
খবর দেওয়ার সাথে সাথে পুলিশ আসে এবং দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই দুই গাড়ি চালক পুড়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায় একজনের নাম কৃষ্ণ যাদব,যার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ ও অপরের পরিচয় এখনও পাওয়া যায়নি।তবে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে শালবনি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584