নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কোয়ারান্টাইন সেন্টারে আগুন এলাকায় চাঞ্চল্য। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলায় কালচিনি ব্লকের রাজাভাতখাওয়ার এক কোয়ারাইন্টাইন সেন্টারে রবিবার সকালের এই আচমকা আগুন লাগবার ঘটনা ঘিরে শোরগোল পড়েছে এলাকা জুড়ে ।
জানা গেছে, কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া বনদপ্তরের “লিউ হাউস” বনবাংলো কোয়ারান্টাইন সেণ্টারে অগ্নিকান্ড ঘটনা ঘটায় কোয়ারান্টাইন সেণ্টারে থাকা আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাসিমারা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ কোচবিহারের কলাকাটায় বন্ধুর গলা কেটে খুন করার অভিযোগে গ্রেফতার যুবক
হাসিমারা দমকল আধিকারিক গৌতম সাহা জানান,” শট সার্কিট ফলে কোয়ারান্টাইন সেন্টারে আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।” তবে বেশ বড় ধরনের ক্ষতির হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে এই কাঠের তৈরি শতাব্দী প্রাচীন বন বাংলো ও তাতে অবস্থিত বর্তমান কোয়ারাইন্টাইন আবাসিকরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584