হরষিত সিং, মালদহঃ
আরও একটি অস্ত্র কারখানার হদিশ মিলল মালদহে। পুজোর মরশুমে মালদহের কালিয়াচক থানার শেরশাহি এলাকায় একটি গ্রিল ফ্যাক্টারির আড়ালে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরীর কারবার। শনিবার ভোরে সেখানে পুলিশ হানা দিয়ে প্রায় ২৪ টি পাইপগান ও আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম সহ দুই বিহারের বাসিন্দাকে গ্রেফতার করে।অস্ত্র কারখানা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
গোপন সুত্রে খবর পেয়ে শনিবার সকালে মালদহের কালিয়াচক ও মোথাবাড়ি থানার পুলিশের যৌথ একটি টিম হানা দেয়।আলিপুর দুই নম্বর পঞ্চায়েতে শেরশাহি বাস স্ট্যান্ড এলাকায় এক গ্রিল ফ্যাক্টারির মধ্যে আচমকা হানা দেয় পুলিশের টিমটি।সেখানেই গ্রিল ফ্যাক্টারির আড়ালে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরীর কাজ। ফ্যাক্টারীর ভিতরে হানা দিয়ে কর্মরত আবস্থায় দুই জনকে গ্রেফতার করে। উদ্ধার হয় বেশ কিছু সম্পূর্ণ আগ্নেয়াস্ত্র সহ প্রচুর অস্ত্র তৈরীর সরঞ্জাম।পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত দুই জনের নাম মহম্মদ তামরেজ (২৫) ও সাহাবুদ্দিন আলিয়াস সাহেব(৫০)।ধৃতদের বাড়ি বিহার রাজ্যের মুঙ্গেরের মুশাসিল থানা এলাকায়। ওই গ্রিল ফ্যাক্টারির মালিক ফরিদ শেখ,বর্তমানে সে পলাতক।পুলিশের প্রাথমিক অনুমান ধৃত দুইজন আগ্নেয়াস্ত্র তৈরীর মিস্ত্রী।তাদের টাকার বিনিময়ে নিয়ে আসা হয়েছিল।এই বিষয়ে জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ জানান, প্রচুর আগ্নেয়াস্ত্র কারখানায় উদ্ধার হয় কালিয়াচক থানা এলাকায়। ঘটনায় বিহারের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তদের জিঞ্জাসাবাদ করা হবে। শনিবার ধৃত দুই জনকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়। দুই জনকে পুলিশি হেপাজতের আবেদন জানানো হবে। অভিযুক্ত গ্রিল ফ্যাক্টারির মালিকের খোঁজ চলছে,গোটা ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।
আরও পড়ুনঃ ব্যাবসায়ীকে অস্ত্র দেখিয়ে নগদ টাকা লুঠ ও মারধর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584