শুক্রবার বহরমপুরে একাধিক কর্মসূচিতে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম

0
98

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

শুক্রবার মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরে এসে একাধিক কর্মসূচি সারলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা পৌর নিগমের মেয়র জনাব ফিরহাদ হাকিম। এদিন তিনি বহরমপুর পৌরসভায় গিয়ে একাধিক প্রকল্প উদ্বোধন করেন এবং বহরমপুর পৌরসভা পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মিছিল রানীনগরে

বহরমপুর পৌরসভা পরিদর্শন করার পর বহরমপুরের রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে গিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘দুয়ারে সরকারে’ ৪৫, ৭২৪ জন নতুন আবেদনকারিণী-র বিধবা ভাতা অনুমোদন করেন। বহরমপুরে এদিনের কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বহরমপুর শহরকে যানজট মুক্ত করার জন্য নতুন করে একটি বাইপাস তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।  পাশাপাশি একাধিক বিষয়ে এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের কর্মসূচিকে কেন্দ্র করে বহরমপুর শহর কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here