মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহারে নির্বিঘ্নেই শেষ হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। জেলার ২৭,২৯৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ১২,১০৯ জন ছাত্র ও ১৫,১৯০ জন ছাত্রী রয়েছে। এবছর মোট ১০১টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে।
এদিন পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা। পরীক্ষা গ্রহণ কেন্দ্রে স্বচ্ছতা বজায় রাখতে এবার মোবাইল সহ সমস্ত বৈদ্যুতিক সরঞ্জামের উপড় নিষেধাক্কা জারি করা হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রথম দিনের পরীক্ষা সুষ্টু ভাবে সম্পন্ন হয়েছে।
এই দিন কোচবিহার জেলার পুলিশ সুপার সন্তোষ নিম্বলকারের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখেন।
আরও পড়ুনঃ বাল্যবিবাহ,পাচার সম্বন্ধে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন
এবছর পরীক্ষার্থীদের লেখার বোর্ড, কলম, এ্যডমিট কার্ড ছাড়া অন্য কিছু নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ছিল গোটা জেলা জুড়ে। এদিন জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় ছাত্র-ছাত্রী ও আভিভাবকদের মধ্যে চাপা উত্তেজনাও লক্ষ্য করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584