মুক্তি পেল ‘কলকাতা চলন্তিকা’-এর প্রথম পোস্টার

0
91

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

দশমীর পর একাদশীর দিনই মুক্তি পেল পাভেল-এর নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’-এর প্রথম পোস্টার। এই পোস্টারের প্রথম লুকে ধরা পরেছে কলকাতা শহরের এক চিত্র। পোস্টারে দেখা যাচ্ছে, কলকাতার ফ্লাইওভার ভেঙে পরছে, আর সেই ধ্বংসাবশেষে চাপা পড়ছে ফ্লাইওভারের নীচে থাকা গাড়ি, মানুষ। এই ছবির প্রতিটি পরতে রয়েছে অন্য স্বাদ।

Kolkata Chalantika

শহর কলকাতায় ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবির গল্প। ফ্লাইওভার ভেঙে পড়লে সাধারণ মানুষকে ঠিক কতটা যন্ত্রণায় পড়তে হয়, সেই চিত্রও উঠে আসবে এই ছবিতে।

পরিচালক পাভেল-এর কথায়, “শহর কলকাতার তিন দিনের জীবন নিয়ে তৈরি এই ছবির গল্প। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাই ওভার। আর সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।”

ছবিটি মুক্তি পাবে “বাবা ভূতনাথ এন্টারটেইনমেন্ট”-এর ব্যানারে। প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্রু চক্রবর্তী। এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল নতুন চমক। বাংলা সিনেমাপ্রেমিরা যে আরও একটা নতুন ভালো ছবি উপহার পেতে চলেছে, তা বলাইবাহুল্য।

আরও পড়ুনঃ আগামী মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সলমন খানের ‘অন্তিম’

একঝাঁক তারকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘কলকাতা চলন্তিকা’-র শ্যুটিং। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here