রেকর্ডঃ ভারতে প্রথমবার ডিজেলের দাম ছাড়িয়ে গেল পেট্রোলের দামকেও

0
156

ওয়েবডেস্কঃ

ভারতবর্ষে প্রথমবার ডিজেলের দাম ছাড়িয়ে গেল পেট্রোলের দামকেও। ফলে তৈরি হল নতুন রেকর্ড।

ছবি-Mynewcar

ওড়িশা হল ভারতবর্ষের প্রথম রাজ্য যেখানে ডিজেল, পেট্রোলের থেকেও দামী হল। রবিবার ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৮০.৬৯ টাকা, যেখানে পেট্রোল বিক্রি হয় লিটার প্রতি ৮০.৫৭টাকায়। অর্থাৎ ডিজেলের দাম ছাড়িয়ে যায় পেট্রোলের দামকে।

উৎকল পেট্রোলিয়াম ডিলারস্’ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জয় লাথ বলেন প্রত্যেক রাজ্যেরই পেট্রোল ও ডিজেলের আলাদা আলাদা ভ্যাট (VAT)রেট থাকে, কিন্তু ওড়িশায় ডিজেল ও পেট্রোলের ২৬ শতাংশ হারে একই ভ্যাট রেট।তার জন্যই তেল কোম্পানি গুলোর বেঁধে দেওয়া দামের থেকে ডিজেলের বেসিক দাম বেশি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here