কবির হোসেন, মুর্শিদাবাদঃ
আজ রবিবার সকালে অভিনব মাছ ধরার প্রতিযোগিতা হয়ে গেল সালার থানার অন্তর্গত সোনারুন্দি গ্রামে। স্থানীয় পুকুরে শুরু হয় মাছ ধরার প্রতিযোগীতা।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ২০ জন প্রতিযোগী, এন্ট্রি ফি শুরু ২০০০ টাকা। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সবচেয়ে বেশি যে মাছ ধরবে সেই বিজয়ী। কাটোয়া, বর্ধমান, কেতুগ্রাম, সহ সালার কান্দি থেকে অনেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদিন।
আরও পড়ুনঃ জলঙ্গী ব্লকের উত্তর জোন তৃণমূল কমিটির পক্ষ থেকে বিধায়ক আব্দুর রাজ্জাককে সংবর্ধনা
মাছ ধরার প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই প্রতিযোগিতা প্রসঙ্গে শিপন শেখ নামে এক ব্যক্তি বলেন, তিনি গত দুই বছর ধরে মাছ ধরার প্রতিযোগিতা করে আসছেন। সাধারণত ছিপ বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা হয়। ৫০০ গ্রাম থেকে শুরু করে ৫ কেজি পর্যন্ত মাছ ছিপ ও বড়শিতে ধরা পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584