নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
লকডাউনের মাঝে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা দাঁতন গামি ৬০ নম্বর জাতীয় সড়কের কলাবনিতে। জানা গেছে মৃত ব্যক্তির নাম বিষ্ণু পদ দত্ত (বিট্টু )। বয়স আনুমানিক ৪৫ বছর, বাড়ি নারায়ণগড় ব্লকের অন্তর্গত রানীসরাই অঞ্চলের সাঁঞ্যাপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায় পেশায় খুচরো এই মাছ ব্যবসায়ী নিত্যদিনের মতন বেলদার মৎস্য আড়ৎ থেকে মাছ নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। তবে বর্তমান লকডাউনের কারণে সেই অর্থে গাড়ি চলছে না। যে কয়েকটি গাড়ি চলছে তা হয় লরি না হলে পিকআপ ভ্যান।
আরও পড়ুনঃ ফালাকাটার চা বাগানে বিক্ষোভ শ্রমিকদের
তাই পথমধ্যে কলাবনির কাছে দ্রুত গতিতে আসা কোন একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অনুমান এলাকাবাসীদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পথচলতি মানুষ ও এলাকাবাসীরা তা দেখতে পেয়ে বেলদা থানার পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে বেলদা থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584