গঙ্গার স্বচ্ছ জলে অনেক বেশি ধরা দিচ্ছে রুপোলি শস্য

0
110

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

লকডাউনের জেরে গঙ্গার জল স্বচ্ছ হওয়ায় এবার মৎসজীবীদের জালে বেশ কয়েক বছর পরে উঠে আসছে রুপোলি শস্য। মালদহের গঙ্গাতে এবছর নিদির্ষ্ট সময়ের অনেক আগেই ইলিশের দেখা মেলায় খুশি মৎসজীবীরা।

ganga | newsfront.co
নিজস্ব চিত্র

মৎস্যজীবীরা জানান, ‘বেশ কয়েক বছর আগে ইলিশের দেখা পাওয়া যেত। গত কয়েক বছর সেভাবে আর ইলিশ জালে ওঠেনি। হঠাৎ যদিও ইলিশের দেখা মিলত, তা জুলাই পার হয়ে যেত।

এ বারে জুনের গোড়াতেই জালে পড়েছে ইলিশের ঝাঁক।’ ইলিশের ঝাঁক মিলছে বাংলাদেশ ঘেঁষা পারলালপুরে গঙ্গায়।

আরও পড়ুনঃ মাত্র ২৫ টাকায় ‘ইমিউনিটি সন্দেশ’ খেলেই দূরে থাকবে করোনা! দাবি বিক্রেতার

গত তিন মাসে এই ভাবেই বদলে গিয়েছে গঙ্গা। মালদহের মৎসজীবীরা জানিয়েছেন, ‘দশ বছরে মালদহে নদীদূষণ এতটাই বেড়ড়ে গিয়েছিল যে গঙ্গার স্বচ্ছ জল কালো হতে শুরু হয়েছিল।’ তাঁদের দাবি, গত তিন মাসের লকডাউনে যেন আগের ছবি ফিরে এসেছে। গঙ্গার জল ক্রমে স্বচ্ছ হচ্ছে। গত দু’মাস ধরে গঙ্গার চরে ফের শোনা যাচ্ছে হারিয়ে যাওয়া পাখিদের ডাকও।

গঙ্গার দূষণে মাছ না মেলায় অনেকেই ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। লকডাউনে কর্মহীন হয়ে ফের বাড়ি এসেছেন। তাঁরা বলছেন, ‘গঙ্গায় মাছ তো অনেকটা বেড়ে গিয়েছে। অনেক মাছ মিলছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here