শুকনো পদ্মায় মাছ ধরতে ভিড় জমান সীমান্তের জেলেরা

0
88

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মা নদী। তারই কিছুটা ছোট বড় শাখা বয়ে চলেছে রাণীনগরের সীমান্ত লাগোয়া গ্রামের পাশ দিয়ে। আর সেসব ছোট বড় শাখাতে এই সময় চোখে পড়ে পুরোনো গ্রাম বাংলার এক অপরূপ দৃশ্য। সারি বেঁধে জলে নেমে চাবি জাল দিয়ে মাছ ধরতে নামেন জেলেরা। একসাথে এভাবে মাছ ধরার ছবি হয়তো এখন বিরল। তবে সীমান্তের গা গঞ্জে আজও কোথাও কোথাও এই ছবির দেখা মেলে।

নিজস্ব চিত্র

কেউবা ২০ বছর কেউবা তিরিশ,কেউবা তার থেকেও আগে থেকে এই পেশার সঙ্গে যুক্ত। আর্থিক অনটন ও প্রাকৃতিক প্রতিবন্ধকতার  জন্য অনেকেই বদলেছেন পেশা তবে পুরোনো ঐতিহ্য ও পেটের তাগিদে আজও জলে নেমে মাছ ধরেন অনেকেই। তাঁরা জানান এভাবে মাছ ধরার জন্য এক বিশেষ ধরণের জালের প্রয়োজন। গ্রাম্য ভাষায় যার নাম চাবি জাল। এবং সেগুলো তারা নিজেরাই তৈরি করে থাকেন।

নিজস্ব চিত্র

তারা আরও জানান যেহেতু সীমান্ত এলাকায় তাই মাছ ধরতে গেলে অনেক ক্ষেত্রেই নানান সমস্যায় পড়তে হয় তাঁদের। এছাড়াও সাপ কিংবা অন্য  সমস্যাও হয় প্রচুর। তা সত্ত্বেও বংশ পরম্পরায় আজও পদ্মা শুকলেই মাছ ধরতে জলে নামেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here