ফিশিং নিয়ে জটিলতা কাটল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর পেটুয়াঘাটের

0
43

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বহু জটিলতা কাটানোর পর অবশেষে আগামী ১৫ তারিখ সমুদ্রে ফিশিং এ যাওয়ার জন্য তৈরি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর, পূর্ব মেদিনীপুর জেলার পেটুয়াঘাট। পেটুয়াঘাটের জট কাটলেও ঝুলে রইল অন্যান্য মৎস্য বন্দর।

fishing matter | newsfront.co
বসুমতী বর্মন, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

অবশেষে ফিশিং নিয়ে জটিলতা কাটল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর পেটুয়াঘাটের। রবিবার এলাকার সমস্ত গ্রামবাসী , আধিকারিক ও এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে শুরু হয় আলোচনা। আর এই আলোচনাতেই সর্বসম্মতভাবে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ফিশিং ও নোনা মাছের পাইকারি বাজার।

আরও পড়ুনঃ মালদহে নবনির্মিত মাছের আড়ত চালুর দাবিতে বৈঠক ব্যবসায়ীদের

এই মৎস্য বন্দর খোলার আগেই হবে স্যানিটাইজ। এছাড়াও সাধারণ মৎস্যজীবীদের জন্য এই বন্দরের মধ্যেই থাকছে অস্থায়ী স্বাস্থ্য শিবির।

পেটুয়াঘাটের জটিলতা কাটলেও এখনো জটিলতা অব্যাহত পূর্ব মেদিনীপুরের দিঘার মোহনা, শংকরপুর, মান্দারমনি,শৌলার মত অন্যান্য মৎস্য বন্দরগুলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here